Jaldapara National Park: জলদাপাড়ায় খোলা হচ্ছে দ্বিতীয় গেট, বাড়ছে সাফারি রুটও – jaldapara national park second gate salkumarhat is being opened from this season


এই সময়, আলিপুরদুয়ার: জঙ্গল ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য সুখবর দিলো জলদাপাড়া বনবিভাগ। প্রজননের মরসুম ও বর্ষার তিন মাস পার করে ১৬ সেপ্টেম্বর থেকে দেশের অন্যান্য সংরক্ষিত বনাঞ্চলের সঙ্গে খুলে যাচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান। পর্যটকদের দীর্ঘদিনের দাবি মেনে এই মরসুম থেকেই খুলে দেওয়া হচ্ছে জলদাপাড়ার দ্বিতীয় গেট। এ বার শালকুমারহাট দিয়েও জলদাপাড়ায় ঢুকতে পারবেন পর্যটকরা।এত দিন ধরে শুধুমাত্র মাদারিহাটের মূল গেট দিয়েই পর্যটকরা জলদাপাড়া জাতীয় উদ্যানে ঢুকতে পারতেন। ফলে ভিড় লেগেই থাকতো মাদারিহাটের মূল গেটে। এ বার খুলে দেওয়া হচ্ছে দ্বিতীয় গেটও। শালকুমারহাটের এই গেটেও হাতি ও জিপসি সাফারির পরিষেবা মিলবে। তবে মূল গেট দিয়ে প্রবেশের জন্য অনলাইন বুকিং চালু থাকলেও, আপাতত দ্বিতীয় গেট দিয়ে ঢুকতে হলে অফলাইনেই বুকিং করতে হবে। পরে দ্বিতীয় গেটকেও অনলাইন বুকিংয়ের আওতায় আনা হবে।

জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণ সংরক্ষক নভোজিত দে বলেন, ‘পর্যটকদের দীর্ঘ দিনের দাবি মেনে আসন্ন পর্যটন মরসুমে জলদাপাড়ার দ্বিতীয় গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সেখানে একটি সুদৃশ্য গেট তৈরি করা হবে। সঙ্গে মাদারিহাটের মূল গেটটিকেও সংস্কার করে সাজানো হয়েছে।’

এত দিন হলং রাইডিং পয়েন্ট থেকে মোট ছয়টি কুনকি হাতিকে পর্যটকদের সাফারির জন্য ব্যবহার করা হতো। এ বার থেকে আটটি হাতিকে সাফারি পরিষেবার কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সঙ্গে বাড়ানো হয়েছে হাতি সাফারির রুটও। আগে যা সীমিত ছিল ১৫০ কিলোমিটারের মধ্যে, এখন তা বাড়িয়ে ১৮২ কিলোমিটার করা হয়েছে। তবে জনপ্রতি হাতি ও জিপসি সাফারির বুকিং মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। হাতি সাফারি যথারীতি তিন ধাপেই হবে।

প্রথম এক ঘণ্টার জন্য সাফারি শুরু হবে সকাল সাড়ে ৬টায়। দ্বিতীয় দফায় শুরু হবে সকাল সাড়ে ৭টায়। তৃতীয় ধাপে শুরু হবে সকাল সাড়ে ৮টায়। প্রতিটি কুনকি হাতিতে মোট চার জন পর্যটক ওঠার সুযোগ পাবেন। জিপসি সাফারির সময়ও অপরিবর্তিত থাকছে। এক-একটি জিপসিতে সর্বোচ্চ ছয় জন পর্যটক সাফারি করতে পারবেন। বর্ষার সময়ে জঙ্গলের ঘাস ও লতাপাতা-ঝোপঝাড় বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে প্রতিটি জঙ্গল রুটকে সাফসুতরো করে দেওয়া হয়েছে। মেরামত করা হয়েছে জঙ্গলের মাটির রাস্তাগুলিও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *