Mamata Banerjee: রাস্তা খুঁড়ে না সারালে টাকা বন্ধ, হুঁশিয়ারি মমতার – cm mamata banerjee warns money will be stopped if roads are not dug up


এই সময়: কোনও প্রকল্পের জন্য খোঁড়াখুড়ি হলে সেই দপ্তরকে রাস্তা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, তা না হলে পরবর্তী কাজের জন্য আর টাকা মিলবে না। সোমবার নবান্ন থেকে এ বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এ জন্য নতুন নির্দেশিকাও জারি করা হবে। পাশাপাশি কাজ যাতে সময়ে শেষ হয়, সে জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী এবং সচিবকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।নবান্নের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘পূর্ত-জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে বলব পাইপ লাগাতে গিয়ে যে রাস্তাগুলো আপনারা খারাপ করে রেখেছেন, আগে সেগুলো মেরামত করুন।’ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে মমতা বলেন, ‘ধরুন আপনি একটা বিদ্যুতের লাইন টানলেন, খুঁড়লেন অথচ রাস্তাটাই সারালেন না।’

এর পরেই হুঁশিয়ারি দিয়ে তাঁর বক্তব্য, ‘যতক্ষণ না আপনি রাস্তাটা সারাবেন, ততক্ষণ আমি ওই প্রকল্পে নতুন করে টাকা দেব না। কারণ, আপনার প্রকল্পের মধ্যেই রাস্তা মেরামতের টাকা ধরা থাকে।’ সুর আরও একধাপ চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এতেও যদি কাজ না হয়, তাহলে আমি পরবর্তী ধাপের কাজের জন্য জমি দেব না। মন্ত্রিসভাতে সেই প্রস্তাব এলেও করব না।’

সূত্রের খবর, পুরসভা এবং পঞ্চায়েত ছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন, কেবল পাতা বা জলের লাইনের জন্য নতুন করে তৈরি করা বা সদ্য মেরামত করা রাস্তা খুঁড়ে দেওয়া হচ্ছে। কাজ শেষের পরে কোনওরকমে জোড়াতালি দিয়ে চলে যাচ্ছেন দপ্তরের লোকেরা। তাতে রাস্তা আরও খারাপ হচ্ছে।

এদিকে, গ্রামীণ রাস্তা দিয়ে যাতে বড় ট্রাক না যায়, তা নিশ্চিত করার জন্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি (আইন শৃঙ্খলা) মনোজ ভার্মাকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্দেশে মমতা বলেন, ‘আপনারা জল প্রকল্পে যে দেরি করেছেন, দয়া করে তা আর করবেন না। পাইপ চলে গিয়েছে, অথচ জল পায়নি এমন যেন আর না হয়। মন্ত্রী আর সচিবকে বলছি, তাহলে কাউকে ছাড়ব না দু’জনকেই শাস্তি দেব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *