RG Kar Protest,রাত দখলের শহরে চলন্ত বাসে হেনস্থা দিনের বেলা – allegations of crime with a woman in crowded buses of city during daylight


এই সময়: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে দেশ-বিদেশে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ। রোজই পথে নামছে‍ন হাজার হাজার নাগরিক। এতকিছুর পরেও বন্ধ করা যাচ্ছে না যৌন হেনস্থার ঘটনা। সপ্তাহখানেক আগে ধর্মতলা থেকে বেহালাগামী বাসে রাত ন’টা নাগাদ শ্লীলতাহানির শিকার হয়েছিলেন এক তরুণী।এ বার একেবারে দিনের আলোয় ভিড় বাসে শ্লীলতাহানির অভিযোগ উঠল শহরে। স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরত তরুণীর অভিযোগ, ভিড় বাসের মধ্যে তাঁকে যৌন হেনস্থার চেষ্টা করে এক যুবক। ওই তরুণী চিৎকার করে রুখে দাঁড়ান। বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে সৌরভ শীল নামে অভিযুক্ত। বাসের বাকি যাত্রীরা তাকে ধরে ফেলেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ন’টা নাগাদ রুবি মোড়ে। গত এক মাসে শহরে যৌন হেনস্থার ঘটনা ঘটেছে অন্তত ৬টি। ৭ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

এ দিনের ঘটনায় উদ্বিগ্ন তরুণীর পরিবার। ঘটনা জেনে কসবা থানায় পৌঁছন তরুণীর ভাই। তিনি বলেন, ‘যা ঘটেছে তার পর বোনকে একা রাস্তায় পাঠাব কী করে জানি না। দিনের বেলা যদি এমন ঘটে তা হলে রাতে তো আরও ভয়ঙ্কর কিছু ঘটতে পারে।’ ওই বাসের যাত্রী মৌসুমী চক্রবর্তীর মন্তব্য, ‘আরজি করের ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে রোজই শহরে প্রতিবাদ মিছিল চলছে। তার পরেও এমন ঘটনা প্রমাণ করছে আমাদের চার পাশে এখনও কী ধরনের ঘৃণ্য লোকজন ঘুরছে।’

লালবাজার সূত্রের খবর, এ দিন সকাল ন’টা নাগাদ মুকুন্দপুর থেকে উল্টোডাঙ্গাগামী বাসে উঠেছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী তরুণী। গন্তব্য ছিল ফুলবাগান। সেখানেই তাঁর অফিস। বাসের সব সিট ভর্তি থাকায় দাঁড়িয়েছিলেন ওই তরুণী। বাসের মধ্যে থাকা এক যুবক তাঁর শরীরের নানা জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে। চিৎকার শুরু করেন ওই তরুণী।

এই অবস্থায় রুবি মোড়ের কাছে বাস স্লো হতেই নেমে পালানোর চেষ্টা করে মুকুন্দপুরের বাসিন্দা সৌরভ। কিন্তু তাকে ধরে ফেলেন বাসের কয়েক জন যাত্রী। তুলে দেওয়া হয় ট্র্যাফিক পুলিশের হাতে। পরে ওই যুবককে নিয়ে যাওয়া হয় কসবা থানায়। তরুণীর অভিযোগের পরে সৌরভকে গ্রেপ্তার করা হয়। বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী সৌরভের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *