জামিন পেলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। প্রায় ১৫ মাস পরে জামিন পেলেন তিনি। বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। গত বছর এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হন অনুব্রত-কন্যা সুকন্যা। দিল্লিতে তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। ওই একই মামলায় তার সাড়ে আট মাস আগে গ্রেফতার হয়েছিলেন সুকন্যার পিতা অনুব্রত মণ্ডল। তার পর থেকেই তদন্তকারীদের নজরে ছিলেন সুকন্যা। ইডি দাবি করেছিল, তিনি জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেছেন। সুকন্যার জামিনের খবর শুনে কী প্রতিক্রিয়া বীরভূম জেলা তৃণমূললের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের? এছাড়া এই নিয়ে কংগ্রেস জেলা সভাপতি মিল্টন রশিদ কী বললেন? আসুন সবিস্তর জেনে নেওয়া যাক এই ভিডিয়োতে।