‘আমাদের উপর অত্যাচার হচ্ছে, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাই ভারতে পালিয়ে এসেছি’, দাবি বাংলাদেশির…few bangladeshis arrested from nadia who came there with fear from their own land


বিশ্বজিৎ মিত্র: বাংলাদেশে আমাদের উপর অত্যাচার হচ্ছে, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাই ভারতে পালিয়ে এসেছি। বৃহস্পতিবার এমনই বিস্ফোরক দাবি করলেন দত্তপুলিয়া থেকে ধানতলা পুলিসের হাতে গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকেরা। গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক শিশু-সহ ১০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ধানতলা থানার পুলিস। সূত্রের খবর, বুধবার রাতে ধানতলা পুলিস গোপন সূত্রে খবর পায়, ধানতলা থানার দত্তপুলিয়া এলাকায় আত্মগোপন করে আছে অবৈধ ভাবে ভারতে আসা বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক। 

আরও পড়ুন: High Risk Warning for Android: অ্যান্ড্রয়েড সিস্টেম ব্যবহার করেন? বড়রকম বিপদে পড়তে পারেন, সতর্ক করল খোদ সরকারই…

খবর পাওয়ার পরেই ধানতলা পুলিস দত্তপুলিয়া এলাকায় অভিযান চালিয়ে এক শিশু-সহ ওই ১০ জন বাংলাদেশিকে গ্রেফতার করে। পুলিসসূত্রে খবর, ধৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন মহিলা, ১ জন শিশু। বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট আদালতে পাঠিয়েছে ধানতলা থানার পুলিস।

বাংলাদেশে দিন-দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। সব মিলিয়ে সেখানে খুবই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সেখানকার সংখ্যালঘু হিন্দুরা। দু’দিন আগেই দুর্গাপুজো নিয়ে সেখানে ফতোয়া জারি করেছে ইউনূস সরকার। বলা হয়েছে, আজানের সময়ে এবং নমাজের সময়ে মণ্ডপে ঢাকঢোল বাজবে না। তার আগে ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙা হয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও হামলা হয়েছে।

সম্প্রতি বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ভারতে থাকা নিয়েই আশঙ্কা প্রকাশ করেছেন। নির্বাসিতা এই লেখিকা ২০১১ সাল থেকে টানা দিল্লিতে আছেন। এখন কেন তাঁর আশঙ্কা? গত ২৭ জুলাই তাঁর ভিসার মেয়াদ শেষ হয়েছে বলে জানা গিয়েছে। তা কি ফের রিনিউ হবে? এই নিয়েই উদ্বেগে ভুগছেন তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমে তসলিমা বলেন, আমি ভারতে থাকতে পছন্দ করি। এদিকে প্রায় দেড় মাস হয়ে গিয়েছে। কিন্তু এখনও আমার ভিসার মেয়াদ বাড়ায়নি কেন্দ্রীয় সরকার! উদ্বিগ্ন তসলিমা নাসরিন বলেন, ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে ভারত সরকারের কাছ থেকে তিনি কোনো প্রতিক্রিয়া পাচ্ছেন না। তাই তিনি চিন্তিত।

আরও পড়ুন: Bangladesh Durga Puja: বদলের বাংলাদেশে এবার ফতোয়ার মুখে পুজোও! আজানের আগে বাজানো যাবে না ঢাক…

যাই হোক, সুনীল গাঙ্গুলির বাড়ি ভাঙা হয়নি বলেই খবর। তা সাময়িক দখল করে নেওয়া হয়েছে। দখল করেছে বিএনপি। যদিও পরে আবার খবর আসে, তাঁর বাড়ি বিএনপি’র হাত থেকে উদ্ধারও করা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *