কাঠগড়ায় এবার ডাক্তার! চিকিত্‍সার নামে মহিলাকে আটকে শ্লীলতাহানির অভিযোগ… \ hooghly doctor-attempted-to-Physically harass a woman


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর কাণ্ডে যখন উত্তাল রাজ্য ঠিক তখনই এক ডাক্তারের বিরুদ্ধে জঘন্য অভিযোগ উঠল। হুগলি জেলায় চিকিৎসার নামে মহিলাকে আটকে রেখে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল এক ডাক্তারের বিরুদ্ধে। এই অভিযোগেই গ্রামীণ চিকিৎসককে জুতোপেটা করে জুতোর মালা পরিয়ে পুলিসের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে আরামবাগের ধামসা এলাকায়। 

আরও পড়ুন, R G Kar Incident: লাইভ স্ট্রিমিংয়ে ‘না’ নবান্নর! দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা, কোন পথে বৈঠক…

অভিযোগ, ওই মহিলা বেশ কয়েকবার ওই গ্রামীণ চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য গিয়েছিলেন ৷ তবে অবস্থার পরিবর্তন না হওয়ায় প্রথমে আরামবাগ মেডিক্যাল কলেজ ও পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করান ৷ পিজি হাসপাতালের চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনলেও সেগুলি খাওয়ার সময়সূচি জানতেন না মহিলা ৷ তাই গ্রামের কোয়াক চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন তিনি ৷ 

মহিলার স্বামী জানান, চিকিৎসক মহিলাকে তার চেম্বারে ডাকেন ৷ মহিলা তাঁর ৩ বছরের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে উত্তম ঘোষের চেম্বারে যান৷ সেখানে চিকিৎসক মহিলাকে ফের চেকআপ করানোর নামে পাশের একটি ঘরে নিয়ে গিয়ে ছিটকিনি আটকে দেন৷ বাইরে বসিয়ে রাখেন ছোট্ট শিশুটিকে৷ অভিযোগ, কোয়াক ডাক্তার এরপর ২০ মিনিট ধরে ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করতে থাকে৷ 

আরও পড়ুন, Acid Attack: এগিয়ে বাংলা! অ্যাসিড হামলায় শীর্ষে থাকা রাজ্যে এবার পুড়ল পুরুলিয়ার নাবালিকা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *