Basirhat Police: বসিরহাটে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য – basirhat police starts investigation on shootout incident


বসিরহাট থানা এলাকায় বৃহস্পতিবার সকালে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পিফা গ্রাম পঞ্চায়েতের দুন স্কুল সংলগ্ন এলাকার এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শাহজাহান শেখ নামে ওই ব্যবসায়ীর বাড়ি হাসনাবাদ থানার নোয়াপাড়ায়। বসিরহাটের পিফা এলাকায় অন্য এক ব্যবসায়ীর বাড়িতে কাজের জন্য তিনি আসছিলেন। সেই সময় এই ঘটনা ঘটে। বছর ৩৮-এর শাহজাহান শেখের ছাগলের ব্যবসা।

গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকজন। হাসপাতালে শুয়ে শাহজাহান জানান, কী ভাবে ঘটনা ঘটল বুঝতে পারছি না। জখম ওই যুবকের ভাই দাবি করেছেন, ‘দাদার কোনও শত্রু ছিল বলে তো জানি না।’

হাসপাতালে চিকিৎসা চলছে ওই ব্যবসায়ীর। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। কেন হামলার শিকার হলেন তিনি? তাঁর গতিবিধি কি নজরে রাখা হচ্ছিল? কোনও পুরনো শত্রুতার জেরে এই হামলা? এসব প্রশ্নের উত্তর মেলেনি এখনও। ঘটনায় সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

বিষয়টি নিয়ে বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান বলেন, ‘একটা গুলি চালানোর ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।’ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এলাকার নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *