Chief Justice DY Chandrachud,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামে ভুয়ো পোস্ট, গ্রেপ্তার ১ – one person arrested for making fake post against supreme court chief justice


সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামে ভুয়ো পোস্ট করার অভিযোগে বারাসত থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সুমিত কুণ্ডু। একই অভিযোগে সুজিত হালদার নামে নদিয়ার এক বাসিন্দার বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে পুলিশ।

পশ্চিমবঙ্গ পুলিশ সোশ্যাল মিডিয়া পোস্ট করে দাবি করেছে, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং তাঁর স্ত্রী প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করা হচ্ছে। তা বেআইনি। পুলিশের তরফে এর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে।

পুলিশ জানায়, ওই ভুয়ো পোস্টে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের স্ত্রী কল্পনা দাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত চিকিৎসক এসপি দাসের ভাইঝি। ‘এই সময় অনলাইন’ ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।

সব সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলতে হবে নির্যাতিতার ছবি, নির্দেশ সুপ্রিম কোর্টের

একই ধরনের ভুয়ো পোস্ট করার অভিযোগে কৃষ্ণগঞ্জ থানার ফুলবাড়ি এলাকার বাসিন্দা সুজিত হালদারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়াতে ভুয়ো পোস্ট করে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির অবমাননা করার চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছিল। পাশাপাশি এই ধরনের ভুয়ো খবর না ছড়ানোর জন্যও পুলিশ সতর্ক করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *