তিলোত্তমার ন্যায়বিচার, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ সহ একগুচ্ছ দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের দুয়ারে ধর্ণায় অনড় জুনিয়র চিকিৎসকেরা। চিকিৎসকদের এই আন্দোলনের সঙ্গে জুড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের পর চিকিৎসকেরা অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভের কথা ঘোষণা করতেই হাঁড়ি চাপল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ব্যবস্থা করতে এগিয়ে এলেন বিশ্ববিদ্যালয়ের কর্মী ও পড়ুয়ারা। শুধু খাবারের যোগানই নয়, আন্দোলনকারীদের জন্য শৌচালয়েরও ব্যবস্থা করেছে JU.