আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল বঙ্গ। এরই মাঝে টলিপাড়ায় প্রতিবাদের ঝড়। এই নিয়েই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রূপা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, রাজ্যের সব নাগরিক এখন একটাই পরিবার। তিলোত্তমা সবাইকে একটা বৃহত্তর পরিবারে বেঁধে দিয়েছে। তিলোত্তমা সবার জীবনে অনুঘটকের মতো কাজ করেছে। পাশাপাশি টলিউডে মি টু প্রসঙ্গে কী বললেন রূপা ভট্টাচার্য? আসুন দেখে নিন ভিডিয়ো।