Sanjoy Roy Rg Kar,আরজি করের নির্যাতিতার দেহে কামড়ের চিহ্ন কি সঞ্জয়ের? জানতে ধৃত সিভিকের ‘টিথ ইমপ্রেশন’ সংগ্রহ CBI-এর – cbi is testing sanjoy roy teeth impression in rg kar case


আরজি কর হাসপাতালের নির্যাতিতার চোয়ালের ডান দিকে কামড়ের চিহ্ন ছিল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বিষয়টি উল্লেখ রয়েছে। ওই চিহ্ন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের কি না, তা জানতে চায় সিবিআই। নিশ্চিত হতে এ বার সঞ্জয়ের দাঁতের ফরেন্সিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত সিবিআইয়ের। সূত্রের খবর, ইতিমধ্যেই সঞ্জয়ের কামড়ের নমুনা বা টিথ ইমপ্রেশন সংগ্রহ করেছেন তদন্তকারীরা। নির্যাতিতার শরীরে যে কামড়ে চিহ্ন পাওয়া গিয়েছে, এই নমুনার সঙ্গে তা মিলিয়ে দেখবেন তদন্তকারীরা।আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে গত ৯ অগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল বলে উল্লেখ রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। তরুণীর চোয়ালের কাছে একটি কামড়ের ক্ষত ছিল বলে জানা গিয়েছে। তা অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের কি না, তা খতিয়ে দেখতে চাইছেন সিবিআইয়ের তদন্তকারীরা।

যদি সঞ্জয়ের দাঁতের থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে নির্যাতিতার শরীরের কামড়ের চিহ্ন না মেলে তাহলে ধর্ষণ ও খুনের ঘটনায় আরও কারও জড়িত থাকার সম্ভাবনা থাকবে বলে অনুমান সিবিআইয়ে। সঞ্জয়ের লালারসের নমুনা সংগ্রহ করার জন্য আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আবেদন করেন তদন্তকারীরা। আদালত সেই অনুমতি দেওয়ার পর বৃহস্পতিবার সিবিআই আধিকারিকরা প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়েছিলেন সঞ্জয়ের লালারসের নমুনা সংগ্রহ করার জন্য। প্রাপ্ত নমুনা ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে বলে সিবিআই সূত্রে খবর।

অকুস্থলের কাছে সংস্কারের কাজ, জানত না লালবাজার

উল্লেখ্য, আরজি করের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার গিয়েছিল সিবিআই-এর হাতে। আপাতত আদালতের নির্দেশে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন সঞ্জয়। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র অভিযুক্ত তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *