কোন কোন ট্রেন বাতিল হচ্ছে?
শনিবার বাতিল থাকবে – বনগাঁ-শিয়ালদা শাখায় ডাউন ৩৩৮৫৬, ৩৩৮৬০ লোকাল এবং আপে ৩৩৮৬১,৩৩৮৬৩ লোকাল। হাসনাবাদ-শিয়ালদা শাখায় ডাউন ৩৩৫৩৮ লোকাল এবং আপ লাইনে ৩৩৫৩৩ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
রবিবার বাতিল থাকবে – হাসনাবাদ-শিয়ালদা শাখায় ডাউন ৩৩৫১২, ৩৩৫১৪, আপ ৩৩৫১১, ৩৩৫১৭। বনগাঁ-শিয়ালদা শাখায় ডাউন ৩৩৮১২, ৩৩৮১৪, ৩৩৮১৮, ৩৩৮২০ লোকাল, আপ ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫, ৩৩৮১৭ লোকাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে। দত্তপুকুর-শিয়ালদা শাখায় ডাউন ৩৩৬১২,৩৩৬১৮ লোকাল এবং আপ ৩৩৬১৩। লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় ডাউন ৩৪৯২৪, আপ লাইনে ৩৪৯২৩ নম্বর ট্রেন। এছাড়াও মাঝেরহাট থেকে লক্ষ্মীকান্তপুর শাখায় ডাউন ৩০৭১২, আপ ৩০৭১১ ট্রেনটি বাতিল থাকছে।
বনগাঁ-মাঝেরহাট শাখায় ডাউন ৩০৩৪২ লোকাল, হাবরা-শিয়ালদা শাখায় ডাউন ৩৩৬৫২ লোকাল, আপ ৩৩৬৫১ লোকাল, বিবাদিবাগ-কৃষ্ণনগর সিটি শাখায় আপ ৩০১৪৫ লোকাল, মাঝেরহাট-মধ্যমগ্রাম শাখায় আপ ৩০৩৬৫৭ লোকাল, ৩০৩৫৮, মাঝেরহাট-বারাসত শাখায় আপ ৩০৩৫১ লোকাল, মাঝেরহাট-বনগাঁ শাখায় আপ ৩৩৩৬১ লোকাল, বারাসাত-শিয়ালদা শাখায় ডাউন ৩৩৪৩২, ৩৩৪৩৪ লোকাল এবং আপ লাইনে ৩৩৪৩১, ৩৩৪৩৫, ৩৩৪৩৯ লোকাল, বারাসাত-দত্তপুকুর শাখায় আপ ৩৩৩৫৭ লোকাল, দত্তপুকুর-শিয়ালদা ডাউন লাইনে ৩৩৬১৬ লোকাল বাতিল হচ্ছে।
ট্রেনের রুট পরিবর্তন
আগামী ১৫ তারিখ রবিবার বেশ কয়েকটি লোকাল ট্রেন বারাসাত থেকেই যাত্রা করবে বলেই পূর্ব রেল জানিয়েছে। বনগাঁ – শিয়ালদা শাখায় ৩৩৮১৬, ৩৩৮২২, ৩৩৮২৪, ৩৩৮২৬ লোকাল , হাসনাবাদ – শিয়ালদা শাখায় ৩৩৫১৬, ৩৩৫১৮ লোকাল, হাবড়া – শিয়ালদা শাখায় ৩৩৬৫৪ লোকাল , বনগাঁ – মাঝেরহাট শাখায় ৩০৩৪৪ লোকাল , হাসনাবাদ – বিবিডি বাগ শাখায় ৩০৩২২ লোকাল , হাসনাবাদ – মাঝেরহাট শাখায় ৩০৩২৪ লোকাল , শিয়ালদা – বনগাঁ শাখায় ৩৩৮১৯, ৩৩৮২১, ৩৩৮২৩ লোকাল , শিয়ালদা – হাসনাবাদ শাখায় ৩৩৫১৩, ৩৩৫১৫, ৩৩৫১৯ শিয়ালদা – হাবড়া শাখায় ৩৩৬৫৩, শিয়ালদা – গোবরডাঙ্গা শাখায় ৩৩৬৮১ লোকাল, মাঝেরহাট – দত্তপুকুর শাখায় ৩০৩১৭, শিয়ালদা – দত্তপুকুর শাখায় ৩৩৬১৭, মাঝেরহাট – হাসনাবাদ শাখায় ৩০৩৬১ লোকাল, মাঝেরহাট – হাবড়া শাখায় ৩০৩৩৩ লোকাল ট্রেনের রুট পরিবর্তন হচ্ছে।
ট্রেনের সময়সূচি পরিবর্তন
১৫ তারিখ রবিবার রক্ষণাবেক্ষণের কাজ সম্পূর্ণ হওয়ার পর ডাউন লাইনে ৩৩৮২৮ বনগাঁ – শিয়ালদা লোকাল বনগাঁ থেকে সকাল ৯ টা ২০ মিনিটে ছাড়বে। ৩৩৫২০ হাসনাবাদ – শিয়ালদা লোকাল হাসনাবাদ থেকে সকাল ১০ টা ৪৭ মিনিটে ছাড়বে। ট্রেনটি বেলা ১১ টা ২০ মিনিটে শিয়ালদা পৌঁছাবে। আপ লাইনে ৩৩৮২৫ শিয়ালদা – বনগাঁ লোকাল শিয়ালদা থেকে সকাল ১০ টা ৮ মিনিটে ছাড়বে। ৩৩৫২৩ শিয়ালদা – হাসনাবাদ লোকাল শিয়ালদা থেকে বেলা ১২ টা ১৮ মিনিটে ছাড়বে। যাত্রীদের নিরাপত্তার জন্য এই রক্ষণাবেক্ষণের কাজ অতি জরুরি বলেই পূর্ব রেল থেকে জানান হয়েছে।