Junior Doctors Protest,ধর্না চালিয়ে যাচ্ছেন জুনিয়ররা, পাশে থাকার আশ্বাস সিনিয়র ডাক্তারদেরও – junior doctors protest continue on friday getting support from seniors


স্বাস্থ্য ভবনের অদূরে ধর্না চালিয়েই যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবারও নিজেদের দাবিতে অনড় তাঁরা। অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে প্রশাসন শাস্তিমূলক পদক্ষেপ করলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন সিনিয়র ডাক্তারেরাও। জুনিয়রদের দাবি, ‘আরও ৩৩ দিন রাস্তায় পড়ে থাকব। কিন্তু বিচার আমাদের চাই। আমরা চেয়ার চাই না।’জুনিয়র ডাক্তারদের কথায়, ‘আমরা নবান্নের দুয়ারে পৌঁছে গিয়েছিলাম আমাদের বোনের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটে গিয়েছে তার বিচার চাইতে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার নিশ্চয়তা চেয়েছি। যাঁরা ওই ঘটনার সঙ্গে জড়িত, যাঁরা ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিলেন, তাঁদের শাস্তি চেয়েছিলাম।’

বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নের সভাঘরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নির্ধারিত হলেও তা ভেস্তে যায়। বৈঠকের সরাসরি সম্প্রচার করার শর্তে অনড় ছিলেন জুনিয়র ডাক্তাররা। প্রায় ২ ঘণ্টা অপেক্ষা করার পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, এরপর জুনিয়র ডাক্তাররা বৈঠক করতে চাইলে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করতে পারেন।

এমত অবস্থায় জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররাও। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’-এর সদস্যরা জানিয়েছেন, জুনিয়র জাক্তাররা এমন কোনও দাবি করেননি, যা মানা যাবে না। দাবি মানার জন্য সরকারের পক্ষ থেকে সদিচ্ছা থাকা দরকার।

RG Kar Protest: যতদিন আন্দোলন, ততদিন খাওয়ানোর ভার কাঁধে তুলল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংগঠন

গতকাল মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, ‘যাঁরা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাঁদের আমি ক্ষমা করে দিলাম। আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমাদের সরকারকে অসম্মান করা হয়েছে। অনেক ভুল বোঝাবুঝি, কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রঙ বুঝতে পারেননি। আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু ওরা বিচার চায় না। চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন।’ তার ফলে দু’পক্ষের মধ্যেই জট এখনও অব্যাহত।

‘বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি’, নবান্নে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
এদিকে, কর্মবিরতির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে আজ থেকে ‘অভয়া ক্লিনিক’ চালু করেছেন জুনিয়র ডাক্তাররা। ডাক্তারদের তরফে জানানো হয়, আজ স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভের চতুর্থ দিন। অভয়ার ন্যায়বিচারের দাবিতে আন্দোলনের চৌত্রিশ দিন পেরিয়েছে। আন্দোলকারীদের বক্তব্য, তাঁরা সুস্থ ও নিরাপদ পরিবেশে কাজে ফিরতে চাই কিন্তু রাজ্য প্রশাসন অনমনীয়। তাই আন্দোলনের মাঝেই ‘অভয়া ক্লিনিক’ চালু করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *