মিঠিঝোরা সিরিয়াল এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা আরাত্রিকা শেয়ার করলেন তাঁর প্রথম পাহাড় ভ্রমণের কাহিনী। ফ্লাইটের টিকিট না পেয়ে নিজের গাড়ি করেই বেরিয়ে পড়েছিলাম পাহাড় দর্শনে। তিনি বলনে যে, ‘গাড়িতে এনজেপি পর্যন্ত আমি ঘুমোতে পারিনি’। চা বাগানের অপরূপ সৌন্দর্য দেখে সেখানেই আনন্দে শুয়ে পড়েছিলেন বলে জানান তিনি। পাশাপাশি জানান, ‘৫-৬ ঘন্টার রাস্তায় আমি দু’চোখের পাতা এক করতে পারিনি’। আবার তার মন টানছে পাহাড়। মিঠিঝোরার ধারাবাহিকের রাই আর অনির্বাণ আর কী কী শেয়ার করলেন এই সময় অনলাইনে? বিস্তারিত দেখুন এই ভিডিয়োতে।