RG Kar Protest: চিকিৎসকদের সমর্থনে স্লোগান তুলে জন্মদিন পালন, ধর্নামঞ্চ ভরল গান-গোলাপে – garia resident milan bose joins junior doctors in rg kar protest dharna on his birthday for details watch video


তিলোত্তমার জন্য বিচারের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরকে দুর্নীতিমুক্ত করার দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার দুপুর থেকেই স্বাস্থ্য ভবনের দুয়ারে অবস্থানে রয়েছেন তারা। তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন অগুন্তি সাধারণ মানুষ। চিকিৎসকদের খাবার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আন্দোলনে সমর্থন জানাতে হাজির আম আদমি। প্রতি মুহূর্তেই ন্যায়বিচার চেয়ে চিকিৎসকদের এই ধর্না মঞ্চে যেন আঁকা হচ্ছে নতুন নতুন মুহূর্ত। কোনও কন্যা সন্তানের পিতা নিজ সামর্থে ডাক্তারদের জন্য মিষ্টি এনে বলছেন, জীবন্ত ভগবানদের মিষ্টি খাওয়াতে এলাম তো, কোনও গৃহবধূ ৭০ লিটার লেবুর শরবত তৈরি করে বোতলে বোতলে ভরে শহরের আরেক প্রান্ত থেকে পাঠাচ্ছেন। অফিস যাওয়ার পথে আন্দোলনকারীদের বিরিয়ানি ফ্রায়েড রাইসের প্যাকেট দিয়ে যাচ্ছেন বহু মানুষ। কিন্তু বৃহস্পতিবার আরও একটি অনন্য দৃশ্যের সাক্ষী থাকল আমাদের শহর। গড়িয়াবাসী এক যুবক নিজের জন্মদিন উদযাপনে অন্যান্য বছরের মতো মন্দিরে পুজো না দিয়ে চলে আসেন ধর্না মঞ্চে। আন্দোলনে সামিল হয়েই কাটান নিজের জন্মদিনের মুহূর্তটা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *