RG Kar Protest,রাষ্ট্রপতির সাহায্য চেয়ে মেল জুনিয়র ডাক্তারদের, বৃষ্টির মাঝেই চলছে ধর্না – rg kar junior doctors sent letter to president droupadi murmu and pm narendra modi


রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাহায্য চেয়ে মেল করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের কাছে ধর্না মঞ্চ থেকেই শুক্রবার সকালে রাষ্ট্রপতিকে মেল পাঠান তাঁরা। তবে, রাষ্ট্রপতির তরফে এখনও কোনও ফিরতি বার্তা আসেনি বলে খবর।জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, এই মেলের প্রতিলিপি পাঠানো হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রী জে পি নাড্ডাকেও। পাঁচ দফা দাবি নিয়ে ধর্না চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এর মধ্যেই গতকাল নবান্নের তরফে বৈঠকের আয়োজন করা হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। পুরো বিষয়টিতে হস্তক্ষেপ চেয়ে এ বার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে মেল পাঠানো হয়েছে বলেই জানান জুনিয়র ডাক্তাররা।

RG Kar Protest: চিকিৎসকদের সমর্থনে স্লোগান তুলে জন্মদিন পালন, ধর্নামঞ্চ ভরল গান-গোলাপে

নবান্নের তরফে শুক্রবার দুপুর পর্যন্ত নতুন করে কোনও মেল করা হয়নি। বৃস্পতিবার সন্ধ্যায় বৈঠকের আয়োজন করা হলেও তা সম্পন্ন হয়নি। বৈঠকের সরাসরি সম্প্রচার করার শর্তে অনড় ছিলেন ডাক্তাররা। তবে, সরাসরি সম্প্রচার না করে বৈঠকের ভিডিয়ো রেকর্ডিং করার ব্যাপারে রাজি ছিল প্রশাসন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মুখ্যমন্ত্রী সভাঘর ছেড়ে বেরিয়ে যান। জুনিয়র ডাক্তাররাও ধর্না স্থলে ফেরত আসেন। ফের নবান্নের তরফে নতুন করে বৈঠকের কোনও উদ্যোগ নেওয়া হয় কিনা, সে ব্যাপারে অপেক্ষায় রয়েছেন জুনিয়র ডাক্তাররা।

RG Kar News: হঠাৎই জেলে গীতা পড়ার আবদার আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়ের
শুক্রবার তাঁদের ধর্না চতুর্থ দিনে পড়ল। এদিন দুপুরে বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বৃষ্টির মাঝেই অবস্থানরত জুনিয়র ডাক্তারেরা নিজেরাই ত্রিপল ধরে দাঁড়িয়ে পড়েন। কেউ কেউ গায়ে বর্ষাতি চাপিয়ে নেন। ত্রিপলের নীচে দাঁড়িয়েই চলে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *