Sukanya Mondal: পুজোর আগেই অনুব্রতর মেয়ের জামিন, কী প্রতিক্রিয়া মামার? – anubrata mondal daughter sukanya mondal gets bail before durga puja 2024 know the reactions of her maternal uncles watch video


১১ সেপ্টেম্বর, বুধবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। শর্তসাপেক্ষে তাঁরই জামিনের আবেদন এবার মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। গত বছর এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হন অনুব্রত-কন্যা সুকন্যা। দিল্লিতে তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। ওই একই মামলায় তার সাড়ে আট মাস আগে গ্রেফতার হয়েছিলেন সুকন্যার পিতা অনুব্রত। তার পর থেকেই তদন্তকারীদের নজরে ছিলেন সুকন্যা। ইডি দাবি করেছিল, তিনি জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেছেন। সুকন্যা মন্ডলের জামিনের খবর পেয়ে কী প্রতিক্রিয়া তাঁর দুই মামার। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *