Swastika Mukherjee: ‘টেক্কা’ ছবির প্রচারে এসেও ছবি দেখার কথা বলছেন না স্বস্তিকা’, মন্তব্য পরিচালক সৃজিতের – swastika mukherjee commented on trolling of social media at tekka cinema teaser launch event watch video


আরজি কর কাণ্ডের প্রতিবাদে শুরুর দিন থেকেই সোচ্চার হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। শুরু থেকেই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন তিনি। ডাক্তারদের সঙ্গেও প্রতিবাদে থেকেছেন, আবার নাগরিক সমাজের প্রতিবাদেও থেকেছেন। এছাড়া সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উৎসব’-এ ফেরার বার্তাতেও প্রকাশ্যেই ‘না’ বলেছেন অভিনেত্রী। এই আবহে সমস্যা তৈরি হয়েছে বাংলা সিনেমা ‘টেক্কা’র পোস্টার মুক্তি পাওয়ার পরই। স্বস্তিকা সেই পোস্টার শেয়ার করেন সমাজ মাধ্যমে। পুজোর ছবির পোস্টার শেয়ার করেই ট্রোলের নিশানায় স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবির প্রচারে কেন তিনি অন্যরূপে? স্পষ্ট জবাব দিলেন তিনি। সত্যিই কি ছবির প্রচার করছেন অভিনেত্রী? জবাব দিতে এগিয়ে এলেন খোদ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *