Weather Forecast,নিম্নচাপের জেরে শনিতে দিনভর বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, হাওয়া বদল কবে? – west bengal weather forecast 14 september kolkata and south bengal many districts to witness heavy rainfall today


নিম্নচাপের প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উত্তাল হতে পারে সমুদ্র।

নিম্নচাপের অবস্থান

দুর্গাপুজোর মুখে ফের একবার মতি বদলেছে আবহাওয়া। শুক্রবার রাত থেকেই টানা বৃষ্টিপাত চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাংলাদেশ উপকূলে অবস্থিত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরছে। ধীরে ধীরে তা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

শনিবার কলকাতাতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ থেকে ৫৪ কিলোমিটার। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে কলকাতায়। সোমবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা।

এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৭৫ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।

শনিবারের পাশাপাশি রবিবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। এই জেলাগুলি হল পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলায়। দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদাতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *