কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পরেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়। আন্দোলনকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত শর্ত মেনে বৈঠক করতে রাজি হওয়ার কথা জানানোর পরবর্তীতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বলতে শোনা যায়, ‘অনেক দেরি হয়ে গিয়েছে। আজ আর বৈঠক সম্ভব না।’ তারপরেই বেরিয়ে এসে জুনিয়র ডাক্তাররা মন্ত্রীর বিরুদ্ধে ঘাড় ধাক্কা দেওয়ার ও হুমকির অভিযোগ তুলল। ডাক্তারদের প্রশ্ন, ‘৩ ঘণ্টা অপেক্ষা করা কেন গেল না?’ এই নিয়ে এবারে স্পষ্ট জবাব দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঠিক কী বললেন তিনি? আসুন দেখে নিন এই ভিডিয়োতে।