Heavy Rainfall: ফের বৃষ্টিতে জলমগ্ন হাওড়া, ভোগান্তি শহরে – howrah people are facing trouble due to waterlogged by heavy rain


এই সময়, হাওড়া: টানা বৃষ্টিতে ফের হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। শুক্রবার দুপুর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। শনিবার সকাল থেকে কখনও জোরে আবার কখনও হালকা বৃষ্টি হয়। ফলে হাওড়ার উত্তর থেকে দক্ষিণ শহরের নিচু রাস্তাগুলিতে জল জমে যায়। এ দিন প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় বেরোননি। কিন্তু দুর্ভোগে পড়েছিলেন স্কুল-কলেজের পড়ুয়া ও অফিসযাত্রীরা।উত্তর হাওড়ার সালকিয়া, বেলগাছিয়া, বেনারস রোড, বামনগাছি, মধ্য হাওড়ার বেলিলিয়াস লেন ও শিবপুরের বেতাইতলায় কয়েকটি নিচু এলাকায় জল জমে যায়। সব থেকে বেশি জল জমে উত্তর হাওড়ার বেলগাছিয়া এলাকায়। সেখানে দুটি স্কুলের ভিতরেও জল ঢুকে পড়ে। এমনকী কয়েকটি বাড়ির ভিতরে জল ঢুকে গিয়েছে। রেল কলোনি এলাকায় বামনগাছির এ, বি, সি এবং ডি রোড এলাকায় রাস্তা ডুবে গিয়েছে৷ এর ফলে মানুষ সমস্যায় পড়েন। তাঁরা এই জমা জলের জন্য পুরসভার গাফিলতিকেই দায়ী করেছেন।

নিম্নচাপের জেরে ভাসবে দক্ষিণবঙ্গ, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, ‘শুক্রবার রাতে অনেকটা জল জমেছিল। কিন্তু শনিবার সকালের দিকে বৃষ্টি কিছুটা কমলে জল অনেকটা নেমে যায়। এই মুহূর্তে শহরের বিস্তীর্ণ এলাকায় জল জমার কোনও খবর আসেনি। তবে কয়েকটি নিচু এলাকায় ছোট লেনে সামান্য জল জমেছে। বৃষ্টি যেহেতু অনবরত হয়ে চলেছে তাই সেই জল এখনও নামেনি। বৃষ্টি কিছুটা কমলে সাফাই কর্মীরা কাজ শুরু করবেন। নিকাশি নালাগুলিও পরিষ্কার রাখা হচ্ছে।’

Weather Update: কলকাতা থেকে জেলায় চলবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

তিনি আরও জানান, বেলগাছিয়া এলাকায় কয়েকদিন আগে কেএমডিএ পানীয় জলের পাইপ বসিয়েছিল। সেই সময় বেনারস রোডের ভালো রাস্তা অনেকটা কাটা হয়। কিন্তু তারা পাইপ বসানোর কাজ শেষ হলে খোয়া দিয়ে সেই কাটা অংশ বুজিয়ে দেয়। ফলে বৃষ্টিতে তার উপর দিয়ে গাড়ি চলতে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং তার জেরেই বেলগাছিয়া এলাকায় কিছুটা জল জমে রয়েছে।

পুরসভা ওই এলাকায় অতিরিক্ত পাম্প বসিয়েছে যাতে পাম্প করে হলেও ওই জমা জল দ্রুত নামিয়ে দেওয়া যায়। এ ছাড়া বামুনগাছি ও শহরের অন্য নিচু এলাকাগুলিতেও পাম্পের সাহায্যে জল নামানোর চেষ্টা চলছে বলে তিনি জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *