আরজিকর কাণ্ডে ‘বিচার চাই’ স্লোগান তুলে তরুণীকে ধর্ষণ! গ্রেফতার ২ বন্ধু… two arrested on the allegation of physically harrassing a woman after friendship at RG Protest rally in Khardah


বরুণ সেনগুপ্ত: ‘জাস্টিস ফর আরজি কর’। প্রতিবাদ কর্মসূচিতে যার সঙ্গে আলাপ, বন্ধুকে সঙ্গে নিয়ে সে-ই ধর্ষণ করল বছর উনিশের তরুণীকে! দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার খড়দহে।

আরও পড়ুন:  RG Kar Incident | Dev: ‘এমন করা দরকার যাতে হাত দেওয়া তো দূরের কথা চোখ দিয়ে তাকাতেও যেন ভয় পায়…’

পুলিস সূত্রে খবর, নির্যাতিতার বাড়ি খড়দহের এমএস মুখার্জি রোডে। মাস খানেক আগে সোদপুর ট্রাফিক মোড়ে আরজি কর কাণ্ডে প্রতিবাদে পথে নেমেছিলেন তিনি। সেখানেই পরিচয় হয় , শুভম ধর নামে এক যুবকের সঙ্গে। বেলঘড়িয়ার বাসিন্দা সে। এরপর ফেসবুকে বন্ধুত্ব হয় দু’জনের। সোশাল মিডিয়ায় কথোপকথনে ঘনিষ্ঠতাও বাড়ে।

শনিবার বন্ধু অর্ঘ্য দাসকে সঙ্গে নিয়ে খড়দহে ওই তরুণীর বাড়িতে যায় শুভম। অভিযোগ, মত্ত অবস্থায় দু’জনে মিলে ওই তরুণীকে ধর্ষণ করে। এরপর সেই ভিডিয়ো দেখিয়ে শুরু হয় ব্ল্যাকমেইল! কিন্তু তাতে অবশ্য লাভ হয়নি। রবিবার খড়দহ থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। বেলঘড়িয়া থেকে শুভম ও অর্ঘ্যকে গ্রেফতার করে পুলিস। 

আজ, সোমবার বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা হয়েছে খড়দহের বলরাম সেবা মন্দির হাসপাতালে।

আরও পড়ুন:  Murder: বিশ্বকর্মা পুজোর প্রস্তুতির মাঝেই কারখানার সামনে সুপারভাইসারকে পিটিয়ে খুন!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *