Dev: বন্যা পরিস্থিতি পরিদর্শন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় দাবি দেবের – dev tmc mp visited flood affected area at paschim medinipur


নিম্নচাপের ভারী বৃষ্টিতে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন রাজ্য সড়ক থেকে শুরু করে একাধিক গ্রাম। সোমবার জেলার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন ঘাটালের সাংসদ দেব। বন্যা মোকাবিলায় জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি। পাশাপাশি, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও বড় খবর দিলেন দেব।সোমবার দুপুরে ঘাটাল এবং দাসপুরের বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান দেব। পরে ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে মিটিংয়ে যোগ দেন। কেশপুরে দেব বলেন, ’ঘাটাল জলে ভাসছে আর মানুষ কষ্টে আছে। কত মানুষের বাড়ি ডুবে যাচ্ছে, ভেঙে যাচ্ছে শিশুদের কাছে যেন খাবার পৌঁছতে পারে, নৌকার পরিষেবা, ওষুধ, খাবারের ব্যবস্থা, বিদ্যুৎ দপ্তর যেন প্রস্তুত থাকেন। সবটাই দেখা হচ্ছে। বিপদসীমার উপরে জল চলে এলে যেন বিদ্যুৎ বন্ধ রাখা হয়। জল নেমে যাওয়ার পর মেরামত করে বিদ্যুৎ সংযোগ করা হবে। এটা আমার আছে প্রধান লক্ষ্য।’

তিনি জানান, সকাল থেকেই বিষয়গুলি নিয়ে জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমা প্রশাসন, ইরিগেশন দপ্তর সবার সঙ্গে কথা হচ্ছে, ওঁরা প্রস্তুত। অন্যদিকে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব বলেন, ‘জমির ম্যাপিং-এর কাজ করা হয়েছে। যাঁদের যাঁদের জমি রয়েছে তাঁদের সঙ্গে কথা চলছে. অনেকগুলো সরকারি জমি পাওয়া গিয়েছে। জবর দখল করে রয়েছেন যাঁরা, তাঁদের সঙ্গে কথা হচ্ছে। আজকেই দপ্তরের ইনজিয়ারের সঙ্গে কথা হয়েছে। এই বছরের শেষেই প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে যাবে, তারই প্রস্তুতি চলছে।’

Weather Update: কলকাতা থেকে জেলায় চলবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

বন্যা পরিস্থিতি নিয়ে দেব বলেন, ‘যেভাবে বৃষ্টি হচ্ছে, শুধু বাংলা নয় ভারতবর্ষ জুড়ে হচ্ছে। সত্যি খুব দুঃখজনক। গতকাল রাত থেকে ৪০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। সব নদী বিপদসীমার কাছে রয়েছে। আবহাওয়ার পরিবর্তন হলে কোথায় কী ক্ষতি হয়েছে সেটা দেখা হবে। মানুষ যেন পরিষেবা পান, সেটা লক্ষ্য রাখা হচ্ছে। কোনও প্রাণহানির ঘটনা যাতে না ঘটে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাতে অঘটন না ঘটে, সাপে কামড়ালে তাঁদের চিকিৎসা হয় সে ব্যবস্থা করা হচ্ছে।

টানা বৃষ্টিতে ফের জলমগ্ন ঘাটাল, চন্দ্রকোনার বহু এলাকা
এর পাশাপাশি, আরজি কর কাণ্ডের জেরে ডাক্তারদের কর্মবিরতি নিয়েও উত্তর দেন দেব। তিনি বলেন, ‘বাংলার প্রত্যেকটা মানুষের মতো আমিও চাইব, ডাক্তাররা তাঁদের কাজে ফিরে আসুন। সবাই চাই ন্যায় যেন হয়। যারা যারা দোষী তারা যেন শাস্তি পায়। যতদূর আমার কাছে খবর আজকে বিকেলে মিটিং হওয়ার কথা। আজকে যেন সমাধান হোক। জুনিয়ার ডাক্তার ছাড়া হাসপাতাল চলবে না আমরা সবাই জানি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *