Durga Puja 2024: পুজোয় থিমের চমক, বলাগড়ে এবার রাম মন্দির – durga puja 2024 ram mandir theme pandal in hooghly jirat sarbojanin durgotsab committee for details watch video


দুর্গাপুজো আসতে এক মাসেরও কম সময় বাকি রয়েছে। কলকাতা থেকে জেলায় জোর কদমে চলছে প্যান্ডেল তৈরির তোড়জোড়। কলকাতার পর এবার জেলার পুজোতেও রাম মন্দির থিম প্যান্ডেল দেখা যাবে। গত বছরই অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হয়েছিল কলকাতার এক নামী পুজোর মণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়ার। এবার হুগলির বলাগড়ে রাম মন্দির থিম হচ্ছে। রাম মন্দিরের চারপাশে দেখা যাবে নারায়ণ, রাম-সীতা ও হনুমানের মূর্তি। আর মন্দিরের ভিতরে দেখা যাবে দুর্গা প্রতিমাকে। পুজো উদ্যোক্তাদের দাবি, ‘জেলার বহু মানুষ রাম মন্দির দেখতে চাইলেও খরচের জন্য অযোধ্যা যেতে পারেন না। তাই এই থিম বেছে নেওয়া। রাজনীতির সঙ্গে থিমের কোনও সম্পর্ক নেই।’ বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *