Durga Puja Weather,সোমেও দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? – weather forecast for kolkata south and north bengal for 16 september


পুজোর মুখে ‘অসুর’ বৃষ্টি, নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে চলছে টানা দুর্যোগ। ফলে প্যান্ডেল বাঁধা থেকে শুরু করে প্রতিমা সজ্জার ক্ষেত্রে শিল্পীদের সমস্যায় পড়তে হচ্ছে। আম জনতার শপিং প্ল্যানও আপাতত থমকে। তবে এর মধ্যেই আশার খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে কমবে বৃষ্টিপাত। দুই থেকে তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উন্নতি হবে আবহাওয়ার। শুধু দক্ষিণবঙ্গ নয়, ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গেও।

সোমবার কেমন থাকবে শহর কলকাতার আবহাওয়া?

এ দিন সকাল থেকেই শহরের একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। আকাশও মেঘলা। সারাদিন আবহাওয়া এই রকমই থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। থামবে বৃষ্টিপাত।

সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা একধাক্কায় কমেছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার সকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯৫ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে। কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত না হলেও শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির মতো পার্বত্য এলাকায় বজ্রবিদ্য়ুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অবশ্য কমবে বৃষ্টিপাত। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের আকাশ থাকবে ঝলমলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *