দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হল ২ লক্ষ ৪২ হাজার কিউসেক, প্লাবনের আশঙ্কায় বাংলার ৫ জেলা …Durgapur Barrage release 2 lakh 42 thousand cusecs river water


চিত্তরঞ্জন দাস: টানা তিন দিনের বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গের সঙ্গে শিল্পাঞ্চলেও। তিন দিন ধরে প্রবল বৃষ্টিতে বেড়েছে দামোদরের জল। অতি বৃষ্টির কারণে দামোদর নদীর জল বেড়ে যাওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়তে হয়েছে জল। মঙ্গলবার বিকাল পাঁচটা অবধি জল ছাড়ার পরিমাণ বেড়ে হয়েছে ২ লক্ষ ৪২ হাজার কিউসেক। তার ফলে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার যে সব অঞ্চলগুলি দামোদরের ধারে, সেই জায়গাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। 

আরও পড়ুন, West Midnapore Flood: বন্যা দেখতে গিয়ে ভয়ংকর পরিণতি, তলিয়ে গেল নাবালক, কোনওমতে রক্ষা ৩ জনের

সেচ দফতর জানিয়েছে, লাগাতার বৃষ্টির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমানে অতি বৃষ্টির কারনেই দামোদরের দুর্গাপুর ব্যারেজে থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েছে। ডিভিসি পরিষ্কার জানিয়েছে, বৃষ্টির পরিমাণ বাড়লে জল ছাড়ার পরিমাণও লাফিয়ে বাড়বে। সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার জানিয়েছেন, বৃষ্টি বাড়লে বাঁধ থেকে তাদের জল ছাড়তেই হবে। 

নিম্নচাপ ও টানা তিন দিনের বর্ষণের ফলে নদীগুলিতে জলস্তর বেড়েছে। ঝাড়খন্ড সীমান্তে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু করেছে ডিভিসি কর্তৃপক্ষ। মাইথন বাঁধ থেকে ১ লক্ষ ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এবং পাঞ্চেত বাঁধ থেকে ৭০ হাজার কিউসেক। এর ফলে দামোদর নদে জলস্তর বাড়ায় এবার জল ছাড়ার পরিমাণ বাড়াতে হয়েছে দুর্গাপুর ব্যারেজে কর্তৃপক্ষকে। মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে ২ লক্ষ ৪২ হাজার ২০০ কিউসেক। আশঙ্কা করা হচ্ছে দামোদর তীরবর্তী উপকূল এলাকা সবজায়গায় প্লাবিত হতে পারে। পুজোর আগে প্লাবনের আশঙ্কায় মাথায় হাত পড়েছে এলাকাবাসীর। দামোদরের তীরবর্তী উপকূল এলাকায় বন্যার ঘটনা নতুন নয়। কিন্তু  প্রসাশনের ভ্রূক্ষেপ না দেখানোয় ক্ষুব্ধ জনগণ।  

আরও পড়ুন, Arambag Flood: বাড়ছে দ্বারকেশ্বরের জল, আরামবাগ ভুগছে জল-আতঙ্কে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *