হাওড়া জেলার বাগনানের বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ ফুল চাষের সঙ্গে যুক্ত। এইসব এলাকার ফুল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পাশাপাশি হাওড়ার মল্লিকঘাট বাজারেও বিক্রি হয়। ফুল চাষিরা সারা বছর ফুল বিক্রি করে উপার্জন করলেও বছরের কয়েকটি বিশেষ সময় অতিরিক্ত মুনাফা উপার্জনের আশায় বসে থাকে। যার মধ্যে জন্মাষ্টমী থেকে কালীপুজো অন্যতম। যদিও এই বছর নিম্নচাপের বৃষ্টি তাঁদের আর্থিকভাবে অনেকটাই ক্ষতি করেছে। নিম্নচাপের একটানা বৃষ্টিতে ফুল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ফুল চাষিদের বক্তব্য, ‘অসময়ের এই অতি বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে যাওয়ায় গাছ পচে নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয় বাজারে যাওয়ার আগেই ফুল কালো হয়ে যাচ্ছে। গাঁদা থেকে দোপাটি জারবেরা সব গাছের ক্ষতি হয়েছে।’ তাঁদের কথায়, শুধু বৃষ্টি নয় এরপর রোদ উঠলেও গাছ জ্বলে নষ্ট হয়ে যাবে। বাকুড়দহ গ্রামের ফুল চাষি পুলক ধারা জানান, গত কয়েক বছর ধরে বৃষ্টির পাশাপাশি ফুল গাছে যেভাবে ছত্রাকের আক্রমণ হচ্ছে, তাতে ফুল চাষ করে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তিনি জানান, পুজোর সময় একটু ভালো বাজারের আশায় অনেক কিছু করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু আমরা এখনও ভাবতে পারছিনা নিম্নচাপের বৃষ্টি এইভাবে আমাদের পরিকল্পনায় জল ঢেলে দেবে। পুলক ধারার বক্তব্য, ‘বিশ্বকর্মা পুজো তো দূরের কথা, দুর্গা পুজোতেও বাজারে ফুল পাঠাতে পারব কিনা সেটাই এখন ভাবাচ্ছে আমাদের।’