গত কয়েক দিনের টানাপোড়নের শেষে অবশেষে সোমবার বিকেলে বৈঠকে মুখোমুখি হয়েছেনমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জুনিয়র ডাক্তাররা। প্রায় ৬ ঘণ্টার বৈঠক শেষে অবশেষে রফা হল। চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে ৪ দাবি পূরণে সম্মত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে বৈঠকে সন্তুষ্ট হয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরাও। কর্মবিরতি তোলা নিয়ে চিকিৎসকদের অনুরোধ করেছেন তৃণমূল সুপ্রিমো। আগামী দিনে কর্মবিরতি তুলে নেওয়ার ব্যাপারে ডাক্তাররা জানান সকল আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং মুখ্যমন্ত্রীকে জানানো হবে বলে মন্তব্য করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের নেতা। এছাড়া আর কী কী বললেন আন্দোলনকারী চিকিৎসকরা? বিস্তারিত রইল এই ভিডিয়োতে।