বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রর অন্যতম চর্চিত নাম বিবৃতি চট্টোপাধ্যায়। ‘ভটভটি’, ‘ব্যোমকেশ গোত্র’, ‘এ ভাবেই গল্প হোক’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। পুজোর আগে ‘এই সময় অনলাইন’-এর সামনে এলেন একেবারে অন্য রূপে। তাঁর শাড়ি-পোশাক ও স্টাইলিং করেছেন তনয় পাল। কলকাতার দ্য স্ট্যাডল হোটেলের মনোরম পরিবেশে নায়িকাকে দেখা গেল চারটি মিষ্টি রঙের ট্রেন্ডিং অর্গ্যানজ়া শাড়িতে। নায়িকার ব্যক্তিজীবন বারবারই উঠে এসেছে শিরোনামে। পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে অকপট অভিনেত্রী। এছাড়া আরজি কর কাণ্ড নিয়েও মুখ খোলেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা করে জানান, নির্যাতিতার আসল দোষী যেন দ্রুত শাস্তি পায়। আগামী দুর্গাপুজোতেও মায়ের কাছে প্রার্থনা করবেন তিলোত্তমার ন্যায়বিচারের বলে জানান তিনি। শ্যুটিংয়ের ফাঁকে এই সময় অনলাইনের ক্যামেরার মুখোমুখি বিবৃতি চট্টোপাধ্যায়। তথ্য সংকলন- স্নেহা সেনগুপ্ত।