ডাউন কাটোয়া লোকালে বিশ্বকর্মা পুজোয় এলাহি আয়োজন করা হল। ট্রেনের মধ্যে পুজো করা হলেও তাতে আয়োজনের কোনও খামতি রাখতে নারাজ নিত্যযাত্রীরা। প্রসাদ তো আছেই, সেই সঙ্গে যাত্রীদের মধ্যে বিলি করা হচ্ছে মিষ্টিও। গত ২০ বছরেরও বেশি সময় ধরে ট্রেনে এই ভাবে বিশ্বকর্মা পুজো হয়ে আসছে। মূর্তি এনে ট্রেনের কামরায় ধুমধাম করে হয় পুজো। যাত্রীরা নিজেরাই চাঁদা তুলে এই পুজোর ব্যবস্থা করেন। তবে এই পুজোর মাঝেও দেখা গেল আরজি কর কাণ্ডের প্রতিবাদ। বিশ্বকর্মা পুজোর মাঝেই সবার মুখে শোনা গেল ‘বিচার চাই’ স্লোগান। এমন অভিনব প্রতিবাদের ছবি ধরা পড়ল এই সময় অনলাইনে। আসুন দেখে নিন এই ভিডিয়ো।