দোকানে ঢোকায় ঘাড়ধাক্কা বিগ-বিকে! এত দামি জিনিস তোমার জন্য নয়…Big B in the store Such expensive things are not for you


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের মহানায়ক অমিতাভ বচ্চনের জীবনে এমন কিছু ঘটনা আছে যা শুধু বিনোদনের জগতে নয়, সাধারণ মানুষের মধ্যেও বিশেষ প্রভাব ফেলে। সম্প্রতি তার লন্ডনের একটি শপিং-এঅভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি  ঘটে যখন তিনি লন্ডনের একটি দোকানে টাই দেখতে গিয়েছিলেন। টাইটি দেখার সময় দোকানের কর্মচারী তাঁকে একরকম অবজ্ঞার সুরে জানায়, ‘এই টাইয়ের দাম ১২০ পাউন্ড’, যেন মনে করেছে তিনি এত দামি টাই কিনতেই পারবেন না। তখন শাহেনশাহ অমিতাভ এক মুহূর্তও না ভেবে কর্মচারীর দিকে তাকিয়ে উত্তর দিলেন, এই টাইয়ের ‘১০টি প্যাক করে দিন।’

আরও পড়ুন: Koel Mallick | Durga Puja 2024: আরজিকর কাণ্ডের জের? মল্লিক বাড়ির পুজোয় এবার ব্যান বাইরের লোক…

এই ঘটনা শুধু মজার নয়, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। অমিতাভ বচ্চন পরে বলেন, ‘অনেক সময় আমাদের দেখিয়ে দিতে হয় যে, আমরা কারও কাছে ছোট নই বা আমাদের অবমূল্যায়ন করা ঠিক নয়।’ এটি আমাদের মনে করিয়ে দেয় যে, মানুষকে তার বাহ্যিক চেহারা বা আর্থিক অবস্থার উপর ভিত্তি করে বিচার করা উচিত নয়। মানুষকে তার কাজ, প্রতিভা এবং আচরণ দিয়েই মূল্যায়িত হওয়া উচিত।

আরও পড়ুন: National Cinema Day: পাড়ায় হরেক মাল ৩০ টাকা, এবার মাল্টিপ্লেক্সে হরেক ফিল্ম মাত্র ১০০! ভাবা যায়…

 

অমিতাভ বচ্চনের এই অভিজ্ঞতা আসলে জীবনের এক বড়ো শিক্ষা। এতে বোঝা যায়, প্রায়ই আমরা মানুষের সামর্থ্য বা অবস্থান ভুলভাবে বিচার করি। একজন মানুষ কী করতে সক্ষম, তা তার শুধু চেহারার ওপর নির্ভর করে না। এই ঘটনা আমাদের আরও একটি শিক্ষা দেয়—আত্মবিশ্বাসের। যখন আমাদের আত্মবিশ্বাস দৃঢ় থাকে, তখন কোনও পরিস্থিতিই আমাদের ছোট করতে পারে না। অমিতাভের এই প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, নিজের মূল্যায়ন সঠিক হলে, অন্যের অবজ্ঞা খুবই ছোটো ব্যাপার হয়ে দাঁড়ায়।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *