মেয়েকে ‘মানুষ’ করতে হবে! শাশুড়ির ঠিক পাশেই ১৮ কোটি দিয়ে ফ্ল্যাট কিনলেন দীপিকা…| deepika Padukone Buys 18 Crore House Next To Ranveer Singhs Mothers Apartment


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলি ডিভা দীপিকা পাডুকোন। মা হওয়ার পর নিজের জীবন পুরোপুরিভাবে পাল্টে ফেলেছেন অভিনেত্রী। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরই পালটে ফেলেন নিজের ইনস্টা বায়ো। লেখেন, ‘ফিড, বার্প, স্লিপ, রিপিট।’ এখন থেকেই বোঝা যাচ্ছে যে, শুরু থেকে মাতৃত্বের স্বাদকে চুটিয়ে উপভোগ করছেন বলিউডের মস্তানি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এই সুখবর ভাগ করে নিয়েছিলেন। তারপর জানা গিয়েছিল, সন্তান আসার পর একটা লম্বা ছুটিতে যাবেন দীপিকা। খবর সূত্রে জানা যায়, মার্চ ২০২৫ অবধি চলবে অভিনেত্রীর ছুটি। এখন জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রা পশ্চিম এলাকায় একটি নতুন বাড়ি কিনেছেন। ১৭.৮ কোটি টাকায় অ্যাপার্টমেন্টটি কিনেছেন দীপিকা। সম্পত্তিটি অভিনেত্রীর কোম্পানি কেএ এন্টারপ্রাইজ দ্বারা সুরক্ষিত ছিল।

আরও জানা গিয়েছে, অ্যাপার্টমেন্টটির ডিল রেজিস্টার্ড হয়ে গিয়েছিল ১২ সেপ্টেম্বর। আরও জানা গিয়েছে, অভিনেত্রীর বাড়িটি ঠিক তাঁর শাশুড়ির অঞ্জু ভবানীর বাড়ির পাশে। অভিনেত্রীর সংস্থা, আরএস ফিল্মক্রাফ্ট, ৫ সেপ্টেম্বর মাসে ৮.২ লক্ষ টাকা ভাড়ায় সম্পত্তির জন্য একটি লিজ স্বাক্ষর করেছে।

আরও পড়ুন:Shakira: স্টেজে নাচছেন শাকিরা, দর্শকদের ফোন তুলছে প্যান্টি! তারপর…

কিছুদিন আগেই জানা গিয়েছিল, বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে একটি চারতলা অ্যাপার্টমেন্ট কিনেছেন দীপবীর। কোয়াড্রাপ্লেক্স এই অ্যাপার্টমেন্টটি ১১ হাজার ২৬৬ স্কোয়ার ফিটের, এর সঙ্গে রয়েছে ১৩০০ স্কোয়ার ফিটের ছাদ। জানা যাচ্ছে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের এই অ্যাপার্টমেন্টের ১৬ থেকে ১৯ তলা নিজেদের নামে বুক করেছেন রণবীর ও দীপিকা। শাহরুখের বাংলো মন্নতের কাছাকাছি এই অ্যাপার্টমেন্ট। এবার কিংখানের প্রতিবেশী হতে চলেছেন দীপবীর। এই নতুন অ্যাপার্টমেন্টের দাম ১০০ কোটি। 

অন্যদিকে, এই মুহূর্তের সবার একটাই চিন্তা যে, দীপবীর তাঁদের সন্তানের ছবি প্রথম থেকেই প্রকাশ্যে আনবেন নাকি বিরাট-অনুষ্কার মত ‘নো ফটো পলিসি’তে হাঁটবেন। এখন এ-ও জানা গিয়েছে, দীপিকাও ঐশ্বর্য-অনুষ্কার পথ অনুসরণ করতে চলেছেন। রাখবেন না কোনও ন্যানি, নিজের হাতেই মানুষ করবেন মেয়েকে। তিনি আরও সিদ্ধান্ত নিয়েছেন যে, তাঁর পুরো সময় নিজের মেয়ের জন্য।

কাজের দিক দিয়ে দীপিকাকে শেষ দেখা গিয়েছিল কল্কিতে।  খবর সূত্রে জানা যায়, মার্চ ২০২৫ অবধি চলবে অভিনেত্রীর ছুটি। ছুটি কাটানোর পর সোজা ‘কলকি ২৮৯৮ এডি’ ছবির শ্যুটিং শুরু করবেন তিনি। এছাড়াও রণবীর-দীপিকাকে ফের একসঙ্গে দেখা যাবে রোহিত শেট্টির ‘সিংঘম এগেন’ ছবিতে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *