শান্তিপুর মানেই হস্ত চালিত তাঁত এবং তাঁতের শাড়ি। তবে সেই তাঁত শিল্প কার্যত ধুঁকছে বলা যায়। হস্তচালিত তাঁতের জায়গা নিয়েছে বিদেশি মেশিন। ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে শান্তিপুরের হস্ত চালিত তাঁত। এই পরিস্থিতিতে পেশায় মৃৎ শিল্পী না হয়েও একজন তাঁত শিল্পী গৌতম ঘোষ, তার মৃত বাবার ইচ্ছা পূরণ, সকলের তথা পরিবারের মঙ্গল কামনায় সর্বোপরি আর জি কর কাণ্ডে দোষীদের দৃষ্টান্ত মূলক স্বাস্তির দাবি নিয়ে দীর্ঘ ৩০ বছর পর দূর্গা আরাধনায় ব্রতী হয়েছেন। নদিয়ার শান্তিপুরের বাসিন্দা গৌতম ঘোষ ঠিক কী জানাচ্ছেন এই বিষয়ে? আসুন দেখে নিন এই ভিডিয়ো।