Flood In Ghatal: ঘাটালের বন্যা পরিস্থিতির আরও অবনতি, জলের তলায় কয়েকশো ট্রান্সফরমার – ghatal several transformers under water due to flood situation


বৃষ্টি কমলেও ডিভিসির ছাড়া জলে ঘাটালের বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটালের মনসুকা, অশোকনগর-সহ বিস্তীর্ণ এলাকা। জলের তলায় বিদ্যুতের কয়েকশো ট্রান্সফরমার। তার ফলে বিদ্যুৎহীন ঘাটালের বহু এলাকা। ওই সব এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। রাজ্য সড়কের ওপর দিয়ে নৌকা, ডিঙি চালিয়ে পুরসভার জলের গাড়ি থেকে পানীয় জল নিয়ে যাচ্ছে্ন অসংখ্য মানুষ।

Ghatal Flood

বুধবার সকাল থেকে দাসপুরের হোসেনপুর-সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় ভেঙেছে কংসাবতী নদীর বাঁধ। যার ফলে নতুন করে জলমগ্ন হয়ে পড়েছে রামগড় চাতাল। জলের তলায় চলে গিয়েছে দাসপুরের রাজনগর, সামাট-সহ বেশ কয়েকটি এলাকা। রামগড় চাতাল জলের তলায় চলে যাওয়ার কারণে নাড়াজল হয়ে ঘাটাল যাওয়ার রাস্তা কার্যত অবরুদ্ধ। তুমুল দুর্ভোগ এলাকার বাসিন্দাদের।টানা বৃষ্টিতে ফের জলমগ্ন ঘাটাল, চন্দ্রকোনার বহু এলাকা
কেবল রাজ্য সড়ক নয়, পুর এলাকার পাশাপাশি পঞ্চায়েত এলাকাগুলির রাস্তাঘাটও জলের তলায়। কয়েক হাজার বাড়িতে জল ঢুকেছে। দৈনন্দিন কাজ কার্যত বন্ধ। পড়ুয়ারা স্কুল, কলেজ যেতে পারছে না।

Ghatal Flood

ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, সব দপ্তরের আধিকারিকরা রাস্তায় নেমে কাজ করছেন। কোথাও কোনো সমস্যা হলেই দ্রুত সমাধানের চেষ্টা হচ্ছে। তবে জল না কমলে বিদ্যুৎ সংযোগ ফিরে পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ঘাটালের মহকুমা শাসক।

Ghatal Flood

জেলা প্রশাসন সূত্রের খবর, দুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ শুরু হয়েছে। তৈরি থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল ও স্বাস্থ্য দফতরের কর্মীদের। নদী বাঁধ মেরামতির কাজও সেচ দফতরের কর্মীরা শুরু করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *