Junior Doctors Protest,নবান্নের বৈঠকে মেলেনি সমাধান সূত্র, কর্মবিরতি চালিয়ে যাবেন ডাক্তাররা – junior doctors express dissatisfaction after meeting with west bengal chief secretary


নবান্নের বৈঠকে মিলল না সমাধান সূত্র। জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। তবে, সেগুলি’ মৌখিক আশ্বাস’ বলে দাবি করেন তাঁরা। মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের পর যেভাবে দুই তরফের সম্মতিক্রমে কার্যবিবরণী পাওয়া গিয়েছিল, নবান্নের বৈঠকে তা মেলেনি। আপাতত, অবস্থান বিক্ষোভ ও ধর্না চালিয়ে যাবেন ডাক্তাররা।জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি বলেন, ‘বৈঠকের মিনিটস দেননি মুখ্যসচিব। আমাদের শুধু মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। তিনি আমাদের সব দাবিগুলিকে ফের খসড়া আকারে বৃহস্পতিবার পাঠাতে বলেছেন। আমরা কাজে ফিরতে চাই। কিন্তু কিছু বিষয়ে সমাধানসূত্র বেরোয়নি। যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে আমরা কর্মবিরতি চালিয়ে যাব।’ ডাক্তাররা জানান, আগামীকাল খসড়া ডাক্তারদের তরফে পাঠানো হবে। খুব শীঘ্রই সরকারের তরফে সেই দাবি মেনে লিখিত প্রতিশ্রুতির বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে আশা রাখছেন তাঁরা।

যে মিনিটস নিয়ে সমস্যা দুই পক্ষের মধ্যে

সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পাঁচ দফা দাবি নিয়ে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। এর মধ্যে দুটি দাবি নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়নি বলে দাবি করেন তাঁরা। বুধবার পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। এদিন সকালে তাঁরা টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করতে চেয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল পাঠিয়েছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই তার জবাব আসে। মুখ্যসচিব নবান্নের সভাঘরে টাস্ক ফোর্সের বৈঠকের ব্যবস্থা করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় জুনিয়র ডাক্তারদের ৩০ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করার ঘোষণা করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *