Junior Doctors Protest: স্বাস্থ্য পরিষেবা উন্নতি থেকে স্বচ্ছ নিয়োগ, একগুচ্ছ দাবি নিয়ে নবান্নে বৈঠকে যাচ্ছেন ডাক্তাররা – junior doctors will meet with west bengal chief secretary at nabanna on different issues


বুধবার নবান্নের সভাঘরে মুখ্যসচিবের ডাকা বৈঠকে যোগ দিতে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। হাসপাতালের পরিকাঠামো বা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সরকার কী পদক্ষেপ করতে চলেছে তা নিয়ে আলোচনা করতেই এদিন বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল।সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পুলিশ ও স্বাস্থ্য কর্তাদের সরিয়ে দেওয়ার পরেও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়ার ডাক্তাররা। কিন্তু কেন তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন? বুধবার চিকিৎসকেরা স্পষ্ট করে জানান, শেষ দুই দাবির সঙ্গেই জুড়ে রয়েছে চিকিৎসা পরিকাঠামোর উন্নতি থেকে শুরু করে সার্বিক নিরাপত্তার বিষয়টি।

জুনিয়র ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য হাসপাতালের পরিকাঠামোগত পরিবর্তনের করতে বলা হয়েছে। অন ডিউটি চিকিৎসকদের জন্য শৌচাগার এবং বিশ্রামকক্ষের ব্যবস্থা, পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো, প্রয়োজনীয় নিরাপত্তারক্ষীর বন্দোবস্ত করার কথা বলেছেন তাঁরা। এ ছাড়াও, চিকিৎসকদের জন্য ২৪ ঘণ্টা ক্যান্টিন খোলার দাবিও জানানো হয়েছে। হাসপাতালগুলোতে রোগী ‘রেফার’ করা নিয়ে সুনির্দিষ্ট কোনও ব্যবস্থা নেই। তাতে নানা সময়ে বিভ্রান্তির সৃষ্টি হয়, তা দূর করারও দাবি জানানো হয়।

RG Kar Incident: ‘উত্তরবঙ্গ লবির’ কোমর ভাঙার কাজ শুরু হলো
এগুলির পাশাপাশি, রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে ‘দাদাগিরি’র অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে। ফলত, কলেজের ছাত্র ইউনিয়ের নির্বাচন থেকে শুরু করে রোগী কল্যাণ সমিতিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি রাখার কথাও বলা হয়েছে। ডাক্তারদের তরফে আরও জানানো হয়েছে, সব ক’টি মেডিক্যাল কলেজে রেসিডেন্ট ডক্টরস’ অ্যাসোসিয়েশনগুলিক স্বীকৃতি দিতে হবে। প্রতিটি মেডিক্যাল কলেজে স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন করাতে হবে। সব কলেজ এবং হাসপাতালের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটিতে (কলেজ কাউন্সিল, রোগী কল্যাণ সমিতি) জুনিয়র ডাক্তার/ ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ রাখতে হবে। এছাড়াও, হাউস স্টাফশিপ নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *