Kolkata Weather,ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া? – kolkata weather update on 18 september rainfall will decrease in south bengal


নিম্নচাপের কারণে গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে বিস্তীর্ণ এলাকা বানভাসি হওয়ার আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে, ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হচ্ছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা একদম নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম রাজ্য জুড়েই। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, রোহতক, শাহজাহানপুর, লখনউ, ডালটনগঞ্জ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া?

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আংশিক মেঘলা বা পরিষ্কার আকাশ থাকবে। আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা ক্রমশ বাড়বে। স্বাভাবিক বা স্বাভাবিকের আশেপাশে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিন। মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। নিম্ন চাপের ফেলে যাওয়া জলীয়বাষ্প আর্দ্রতাজনিত অস্বস্তির কারণ হবে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর-সহ দক্ষিণের সব জেলাতেই বড় দুর্যোগের সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। মূলত পরিষ্কার আকাশ। পার্বত্য এলাকায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী কয়েক দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে।

Rainfall Update: নিম্নচাপ সরলেও নিরাপদ নয় বাংলা, কতটা বিপদের আশঙ্কা?
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

কলকাতায় মূলত পরিস্কার আকাশ থাকবে। মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম কলকাতায়। দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। আজ থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। ভাদ্র মাসের চড়া রোদ এবং নিম্নচাপের ছেড়ে যাওয়া জলীয় বাষ্পের কারণে বেলা বাড়লে ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতির শিকার হবেন শহরবাসী। রাতের তাপমাত্রা ২৬.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৮.১ থেকে এক লাফে ৩ ডিগ্রি বেড়ে ৩১.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *