ডাক্তারদের আবেদন ছিল, হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা, ছাত্র সংসদ নির্বাচন ও থ্রেট কালচার বন্ধ করা নিয়ে আলোচনা করতে হবে। চিকিৎসকদের ধর্না মঞ্চে গিয়ে রাজ্যের সমস্ত হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ব্যাপারে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, সেই বিষয়ে লিখিত কোনও আশ্বাস পাওয়া যায়নি বলে অভিযোগ করেন ডাক্তাররা। এমত অবস্থায় কাজে ফিরে যেতে হাসপাতালগুলিতে সঠিক সুরক্ষা ব্যবস্থার জন্য কী পদক্ষেপ করা হচ্ছে, ছাত্র ইউনিয়ন নির্বাচন করে গন্ততান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে কী ব্যবস্থা নেওয়া হল, এসব নিয়ে আলোচনা করতেই ডাক্তাদের তরফে আবেদন করা হয়েছিল। যে পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না চলছে, তার মধ্যে চার এবং পাঁচ নম্বর দাবিই দীর্ঘমেয়াদী ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা।
বৈঠকে বসার আবেদনে সাড়া দেওয়ার পাশাপাশি এদিন ই-মেলে মুখ্যসচিব লেখেন, ‘আপনারা জানেন দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা জনস্বার্থে ও মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আপনাদেরকে ফের কাজে ফেরার আবেদন জানাচ্ছি।’ এরপরেই আজ সন্ধ্যায় তাঁদের নবান্নে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়।