RG Kar News: বুধবারই বৈঠকে বসার জন্য আমন্ত্রণ, ডাক্তারদের ই-মেল করলেন মুখ্যসচিব – west bengal chief secretary invited junior doctors for meeting at nabanna


জুনিয়র ডাক্তারদের বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠকে বসার জন্য আহ্বান জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। নবান্ন সভাঘরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মুখ্যসচিব-সহ রাজ্যের হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য গঠিত টাস্ক ফোর্সের সদস্যরাও এই বৈঠকে থাকবেন বলে জানানো হয়েছে।বুধবার সকালেই মুখ্যসচিবকে ই-মেল করেছিলেন জুনিয়র ডাক্তাররা। সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতালগুলিতে সঠিক নিরাপত্তা ব্যবস্থা প্রদানে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই বিষয়ে আলোচনার জন্য বৈঠকের আবেদন জানানো হয়। কয়েক ঘণ্টার মধ্যেই ডাক্তারদের আবেদনে সাড়া দেন মুখ্যসচিব। আজই, বৈঠকে বসার জন্য ডাকা হয়েছে তাঁদের। মোট ৩০ জন প্রতিনিধিকে নিয়ে নবান্ন সভাঘরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

RG Kar Protest: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও কর্মবিরতি চলবে? জবাব দিলেন জুনিয়র চিকিৎসকরা

ডাক্তারদের আবেদন ছিল, হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা, ছাত্র সংসদ নির্বাচন ও থ্রেট কালচার বন্ধ করা নিয়ে আলোচনা করতে হবে। চিকিৎসকদের ধর্না মঞ্চে গিয়ে রাজ্যের সমস্ত হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ব্যাপারে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, সেই বিষয়ে লিখিত কোনও আশ্বাস পাওয়া যায়নি বলে অভিযোগ করেন ডাক্তাররা। এমত অবস্থায় কাজে ফিরে যেতে হাসপাতালগুলিতে সঠিক সুরক্ষা ব্যবস্থার জন্য কী পদক্ষেপ করা হচ্ছে, ছাত্র ইউনিয়ন নির্বাচন করে গন্ততান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে কী ব্যবস্থা নেওয়া হল, এসব নিয়ে আলোচনা করতেই ডাক্তাদের তরফে আবেদন করা হয়েছিল। যে পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না চলছে, তার মধ্যে চার এবং পাঁচ নম্বর দাবিই দীর্ঘমেয়াদী ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা।

Junior Doctors Protest: কর্মবিরতি উঠছে না, রাজ্যকে বেশ কিছু দাবি নিয়ে ফের চিঠি দেবেন জুনিয়র ডাক্তাররা
বৈঠকে বসার আবেদনে সাড়া দেওয়ার পাশাপাশি এদিন ই-মেলে মুখ্যসচিব লেখেন, ‘আপনারা জানেন দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা জনস্বার্থে ও মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আপনাদেরকে ফের কাজে ফেরার আবেদন জানাচ্ছি।’ এরপরেই আজ সন্ধ্যায় তাঁদের নবান্নে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *