Bidhan Chandra Krishi Viswavidyalaya: এ বার পাল্টা ঘেরাও সেই বিসিকেভি-তে – bidhan chandra krishi viswavidyalaya second year students stage protest


এই সময়: এ বার পাল্টা ঘেরাও শুরু হলো হরিণঘাটার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। প্রথম বর্ষের পড়ুয়াদের জগদীশ হস্টেলে রাখার দাবিতে কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টা ঘেরাও করেছিল তৃণমূল ছাত্র পরিষদের একটি গোষ্ঠী। কর্তৃপক্ষ বাধ্য হয়েছিলেন সেই দাবি মানতে। তার পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা জেগেছিল।কিন্তু কর্তৃপক্ষের ওই মাথা নোয়ানোকে মানতে না-পেরে এবং জগদীশ হস্টেলকে ঘাঁটি করে টিএমসিপি-র বাড়বাড়ন্ত রুখতে আসরে এ বার রমন হোস্টেলের আবাসিক ও দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে যাওয়া পড়ুয়ারা। মঙ্গলবার থেকে বুধবার সন্ধে পর্যন্ত দফায় দফায় তাঁরা কয়েক জন অধ্যাপককে ঘেরাও করেন।

এ বারের আন্দোলনকারীদের অভিযোগ, গত সপ্তাহে উপাচার্য-সহ কর্তৃপক্ষকে টিএমসিপি ঘেরাও করে রাখার পর কয়েক জন অধ্যাপক কার্যত তৃণমূলপন্থীদের দাবি কার্যকরী করতে মরিয়া হয়েছেন। তাঁরা যাতে এ ভাবে বেআইনি দাবিকে বৈধতা না দেন, সে ব্যাপারে সতর্ক করতেই ঘেরাও।

TMCP-র লাগাতার চাপে হস্টেল বদল BCKV-তে, ক্লাস শুরুতে ধন্দ
আজ, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠক রয়েছে। কয়েক জন পড়ুয়ার বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ জমা পড়েছে কর্তৃপক্ষের কাছে। অ্যান্টি র‍্যাগিং কমিটিতে কোনও রকম প্রভাব খাটানো থেকে বিরত থাকতেও ওই অধ্যাপকদের কাছে দাবি জানিয়েছেন রমন হস্টেলের আবাসিকরা। প্রতিষ্ঠানের ডিন শঙ্কর আচার্য বলেন, ‘রমন হস্টেলের ছেলেরা কিছু দাবি নিয়ে এসেছিলেন।

অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠক যাতে নিরপেক্ষ ভাবে হতে পারে, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পড়ুয়ারা।’ তাঁর বিরুদ্ধে টিএমসিপি-র পক্ষ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ডিন বলেন, ‘কেউ ওঁদের ভুল বোঝাচ্ছে। এমন কোনও ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানে স্বাভাবিক পঠনপাঠন চালু করতে শিক্ষক হিসেবে যেটুকু করণীয়, সেই চেষ্টা করেছি।’ যদিও এত কিছুর পরেও কবে প্রথম বর্ষের পড়ুয়াদের হস্টেলে রেখে ফিজিক্যালি পঠনপাঠন শুরু করা হবে, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *