যদিও নবান্ন সূত্রের খবর, প্রতি বছরের মতো এ বারও মুখ্যমন্ত্রী মহালয়ার আগেই পুজোর উদ্বোধন শুরু করবেন। সম্ভবত ১ অক্টোবর, মহালয়ার আগের দিন তিনি যেতে পারেন লেক টাউনে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো উদ্বোধন করতে। ২ অক্টোবর, মহালয়ার দিন নবান্ন থেকে অনলাইনে জেলার একাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার পর তিনি টানা পুজো উদ্বোধন করবেন।
কিছু দিন আগে মুখ্যমন্ত্রী আরজি করের ঘটনার রেশ কাটিয়ে সাধারণ মানুষকে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে এক শ্রেণির মানুষ সমালোচনা করেন। মর্মান্তিক এক ঘটনায় শোকের পরিবেশের মধ্যে উৎসবে গা ভাসানো যায় কি না, তা নিয়েও বিস্তর বিতর্ক হয়েছে।
যদিও মুখ্যমন্ত্রীর দপ্তরের এক আধিকারিকের কথায়, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর পরিস্থিতির এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনে কোনও সমস্যা হবে না।’ তাঁর সংযোজন, ‘মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকায় উদ্বোধনের সময়সূচি এখনও ঠিক হয়নি। কয়েক দিনের মধ্যে সেটা চূড়ান্ত হয়ে যাবে।’
ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক শাশ্বত বসু বলেন, ‘উদ্বোধনের বিষয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমাদের এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। গতবার শারীরিক অসুস্থতার কারণে মুখ্যমন্ত্রী পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন। এবার ওঁর সশরীরে উদ্বোধন করার কথা। কিন্তু এখন যা পরিস্থিতি হয়ে রয়েছে, তাতে উনি কী করবেন, সেটা বুঝতে পারছি না।’
শিবমন্দির পুজো কমিটির কর্মকর্তা পার্থ ঘোষের বক্তব্য, ‘আমরা মাস খানেক আগেই মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠিয়েছি। উনি উদ্বোধন করবেন কি না, করলে কবে করবেন, সে সব কিছুই জানানো হয়নি। নবান্ন থেকে কবে বার্তা আসবে, সেই অপেক্ষায় আছি।’
দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনী পুজো কমিটির কর্মকর্তা, রাসবিহারীর বিধায়ক ও তৃণমূল নেতা দেবাশিস কুমার বলেন, ‘মুখ্যমন্ত্রী কবে উদ্বোধন করবেন, সে ব্যাপারে আমাদের এখনও কিছু জানানো হয়নি। তবে আমরা প্রস্তুত থাকছি। যে দিন ওঁর সময় হবে, সে দিনই পুজোর উদ্বোধন হবে।’
গত বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই পুজোর অন্যতম কর্মকর্তা বিজেপি নেতা, কলকাতা পুরসভার কাউন্সিলার সজল ঘোষ। বিজেপি সূত্রের খবর, এ বারও অমিত শাহ কলকাতায় পুজো উদ্বোধন করতে আসছেন। সন্তোষ মিত্র স্কোয়ার-সহ একাধিক পুজোর উদ্বোধন করবেন তিনি। তবে তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।