Flood In Bardhaman: দামোদরের জলে ক্ষতিগ্রস্ত ১৭ ব্লক, ভাসল জামালপুর – jamalpur 5 villages flooded in damodar river water release


এই সময়, বর্ধমান: দামোদরের ছাড়া জলে ভাসল জামালপুর ব্লকের সাদিপুর, জোতশ্রীরাম, পাইকপাড়া, শিয়ালি সমেত ৫টি গ্রাম। গ্রামগুলোর বহু বাড়ির একতলা ডুবে যায় জলে। বেড়ুগ্রামে নদী বাঁধ ভেঙে জল চলে আসে চাষজমিতে। কয়েকশো একর ধানজমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি। প্লাবিত হয়েছে রায়না ১ ও ২ ব্লকের বেশ কিছু এলাকা। বুধবার ভোরে রায়না ১-এর হিজলনা পঞ্চায়েতের কাঁঠালতলা থেকে উদ্ধার করা হয় ৫ জনকে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বানভাসির কারণে এখনও পর্যন্ত পূর্ব বর্ধমানে মোট ক্ষতির পরিমাণ ৬৫ লক্ষ টাকা। জেলাশাসক কে রাধিকা আইয়ার বলেন, ‘জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ২৪ ঘণ্টা পরিস্থিতি মনিটরিং করছেন। প্রশাসনের তরফে উদ্ধারকাজে নামানো হয়েছে ৩টি নৌকা।’
Flood In Durgapur: জলাধারের ছাড়া জলে প্লাবন রাঢ়বঙ্গে
তিনি জানান, ১০ হাজার ১১২টি ত্রিপল বিতরণ করা ছাড়াও দুর্গতদের জন্য ব্যবস্থা করা হয়েছে খাবারের। প্রতিটি ব্লকে সরবরাহ করা হয়েছে ৫ হাজার পানীয় জলের পাউচ। বলেন, ‘বুধবার সন্ধ্যা থেকে জল নামতে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি আমরা।’

জেলায় মোট ১৭টি ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত ব্লকগুলোর মধ্যে রয়েছে কালনা ১ ও ২, খণ্ডঘোষ, গলসি ১, আউশগ্রাম ২, রায়না ১ ও ২, জামালপুর, কাটোয়া ১ ও ২, কেতুগ্রাম ২, পূর্বস্থলী ১ ও ২, মন্তেশ্বর, আউশগ্রাম ১, বর্ধমান ১।

অতিবৃষ্টির জেরে গত ১৫ তারিখ আউশগ্রামে বাড়ি ভেঙে মৃত্যু হয় এক জনের। দুর্যোগে জেলায় সম্পূর্ণ ভেঙে পড়ে ২৩৭টি বাড়ি। ২১টি ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয় ৩৪৫৮ জনকে। এ ছাড়া ৫ হাজার ৭০০ জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *