Junior Doctors Protest,শনিবার থেকে কাজে যোগদান, আংশিক কর্মবিরতি চালানোর সিদ্ধান্ত ডাক্তারদের – junior doctors partially called off strike from next saturday


আগামী শনিবার থেকে কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা। আংশিক কর্মবিরতি চলবে। বিচারের দাবিতে আন্দোলন চলবে। তবে, ৪২ দিন পূর্ণ কর্মবিরতির পর অবশেষে কাজে ফিরছেন আন্দোলনরত ডাক্তাররা।বৃহস্পতিবার জেনারেল বডির বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, আগামী কাল থেকেই বন্যা কবলিত এলাকাতে যাবেন তাঁরা। সেখানে ‘অভয়া ক্লিনিক’ চলবে। সমস্ত কলেজে ডিপার্টমেন্ট ভিত্তিক এসওপি করা হবে। ওপিডিতে সিজওয়ার্ক চলবে, এমারজেন্সিতে আংশিক ভাবে।

আন্দোলরত ডাক্তাররা জানিয়েছেন, আগামী ২৭ তারিখ সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছেন তাঁরা। শুনানিতে ভালো কিছু না হলে আবারও সম্পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তাররা। তবে, আগামী দিনগুলিতে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আন্দোলনকারীদের তরফে ডাক্তার অনিকেত মাহাতো বলেন, ‘আগামীকাল স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেওয়া হচ্ছে। বিকেল ৩টেয়। বিচারের দাবিতে আমাদের সঙ্গে থাকুন, সকলের কাছে অনুরোধ রাখছি।’ সিবিআইয়ের কাছে বিচারের দাবি জানানো হবে।
ছেলে-মেয়ের লড়াইয়ের শরিক মা-বাবা, তবু শঙ্কায় অনিকেত-দেবাশিস-কিঞ্জলের পরিবার
টানা বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা বন্যা কবলিত। এই পরিস্থিতিতে ডাক্তারদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য বৃহস্পতিবারও আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনে সাড়া দিয়ে ডাক্তাররা জানান, শুক্রবার থেকেই বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ক্যাম্প করবেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *