Mamata Banerjee: ‘ম্যান মেড বন্যা’, অবস্থা খতিয়ে দেখতে দুর্গত অঞ্চলে মুখ্যমন্ত্রী – cm mamata banerjee blamed dvc for flood situation in west bengal watch video


একটানা নিম্নচাপের বৃষ্টি ও ডিভিসির লাগাতার জল ছাড়ার কারণে বানভাসি দক্ষিণবঙ্গ। জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা সহ হুগলির খানাকুল, আরামবাগও। ক্রমশই বাড়ছে জল স্তর। ফুঁসছে দামোদর, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী ও রুপনারায়ণ। এলাকাজুড়ে একের পর এক নদীবাঁধ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে গত ২৪ ঘণ্টায়। ভেঙে পড়েছে বাড়ি। জলের তলায় একের পর এক গ্রাম। খবর পেয়ে বুধবার দুপুরেই জলমগ্ন অঞ্চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জলমগ্ন এলাকা থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে মানুষকে। দুর্গতরা মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে জানান নিজের অভাব অভিযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *