Sandip Ghosh,সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল – sandip ghosh doctor registration cancelled by west bengal medical council


আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। কাউন্সিলের তরফে আগেই তাঁকে শো-কজ করা হয়েছিল। ১১ দিন পরেও তিনি শো-কজের জবাব না দেওয়ায় তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা হল বলে কাউন্সিল জানিয়েছে। উল্লেখ্য, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের দাবি করেছিলেন।আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার পাশাপাশি আর্থিক দুর্নীতির মামলাতেও গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। এই ঘটনার পর থেকেই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করার দাবি জানানো হয়েছিল চিকিৎসকমহল থেকে। সন্দীপের গ্রেপ্তারের পরেই তাঁকে শো-কজের সিদ্ধান্ত নেয় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তবে ১১ দিন পরেও সেই শো-কজের জবাব মেলেনি বলে জানিয়েছে কাউন্সিল।

সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের বিজ্ঞপ্তি

গত ৭ সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে শোকজ করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। কাউন্সিলের চিঠিতে আরজি কর কাণ্ডে তাঁর নাম জড়িয়ে পড়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। কেন তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা হবে না, সেই মর্মে তিন দিনের মধ্যে তাঁর জবাব চাওয়া হয়। কিন্তু সেই চিঠির জবাব আসেনি। এর মাঝেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের একের পর এক সদস্য পদত্যাগ করেন।

Sandip Ghosh RG Kar Scam: সন্দীপ আদালতে পৌঁছতেই চোর স্লোগান, উড়ে এল চটি

মঙ্গলবারই চিকিৎসক সংগঠন আইএমএ-র রাজ্য শাখার তরফে মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি পাঠানো হয়েছিল। কেন তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন তোলা হয়। ‘ব্যক্তিগত সম্পর্ক’ না দেখে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করা হোক বলে জানানো হয় আইএমএ-র চিঠিতে।

পাড়ায় গরিবের ডাক্তারবাবু আরজি কর দুর্নীতিতে চক্রী!
আরজি কর হাসপাতালের দুর্নীতির অভিযোগের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। এর মাঝেই আরজি কর কাণ্ডের মূল তদন্তে প্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগের ভিত্তিতেও সন্দীপকে গ্রেপ্তার করা হয়। মেডিক্যাল কাউন্সিলের তরফে জানানো হয়েছিল, নিয়ম অনুযায়ী শো-কজ না করে কারও রেজিস্ট্রেশন বাতিল করা সম্ভব নয়। সেই কারণেই আগে তাঁকে শো-কজ করা হয়। এরপর বৃহস্পতিবার তাঁর রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *