Anubrata Mondal,CBI-এর পর এ বার ED-র মামলাতেও জামিন অনুব্রত মণ্ডলের – anubrata mondal granted bail in cattle smuggling case


মেয়ে সুকন্যার পর এ বার জামিন পেলেন বাবা অনুব্রত মণ্ডল। শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালত জামিন মঞ্জুর করল দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার। গোরু পাচার মামলায় CBI-এর পর এ বার ED-র মামলাতেও জামিন দেওয়া হয়েছে তাঁকে।আদালত সূত্রে জানা গিয়েছে, ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে অনুব্রত মণ্ডলের।

বেশ কিছু শর্তও আরোপ করা হয়েছে আদালতের তরফে। পাসপোর্ট জমা রাখতে হবে অনুব্রত মণ্ডলকে। জানাতে হবে মোবাইল নম্বর এবং দিল্লির ঠিকানাও।

রিফ্রেশ করতে থাকুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *