তবে এত বিশৃঙ্খলার মধ্যেও কেন কর্তৃপক্ষ পুলিশ-প্রশাসনের সাহায্য নিচ্ছেন না, সে প্রশ্ন তুলেছেন পড়ুয়া ও অধ্যাপকদের একাংশ। উপাচার্যর অবশ্য দাবি, পুলিশকে জানিয়েও সহায়তা মেলেনি। এই আবহেই এ দিন দুপুরে কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাপস বিশ্বাসের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, কল্যাণী এবং হরিণঘাটায় বিশ্ববিদ্যালয়ের সব হস্টেল এ দিন বিকেল ৩টে থেকে আজ, শুক্রবার বিকেল ৫টার মধ্যে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথম বর্ষের পড়ুয়াদের হস্টেল বদল করার যে পদক্ষেপের কথা ছিল, তাও স্থগিত করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পড়ুয়া ও অধ্যাপকদের নিরাপত্তার জন্যেই এই সিদ্ধান্ত বলে দাবি। তবে এর ফলে প্রায় দেড় হাজার পড়ুয়া চলতি শিক্ষাবর্ষের মাঝখানে কী ভাবে পঠনপাঠন বন্ধ করে চলে যাবেন, তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তির পরেও এ দিন রাত পর্যন্ত অবশ্য ১১টি হস্টেলের অধিকাংশেই পড়ুয়ারা রয়েছেন বলে খবর। বিশেষ করে বিবদমান জগদীশ ও রমন হস্টেলের পড়ুয়ারা মাটি কামড়ে পড়ে রয়েছেন। ফলে বিশ্ববিদ্যালয়ে এক ধরনের নিরাপত্তাহীনতাও তৈরি হয়েছে বলে অভিযোগ। অধ্যাপকদের বক্তব্য, ছাত্রদের দু’পক্ষ যে ভাবে সম্মুখ সমরে চলে গিয়েছে, সেই পরিস্থিতি সামাল দিতেই হস্টেল ফাঁকা করার নির্দেশ। আতঙ্কেই অনেক পদাধিকারী বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম সাহা বলেন, ‘আমরা অসহায়। পড়ুয়াদের দু’পক্ষের চূড়ান্ত বিশৃঙ্খলা সামাল দিতে না পেরে আমরা পুলিশ-প্রশাসনকে বারে বারে চিঠি দিয়েছি। কিন্তু কোনও দিক থেকেই সাড়া মেলেনি। এই অবস্থায় হস্টেল ফাঁকা করার নির্দেশ দেওয়া ছাড়া উপায় ছিল না। পড়ুয়ারা হস্টেল ফাঁকা না করলে বা ভিতরে দু’পক্ষের মধ্যে গোলমাল হলেও যে পুলিশ ডাকার ক্ষমতা তাঁর নেই, তা বুঝিয়ে দিয়েছেন উপাচার্য।
তাঁর অসহায় মন্তব্য, ‘প্রায় ৪০ ঘণ্টা ঘেরাও করে রেখে নিজেদের ইচ্ছেমতো দাবি আদায়ের কাগজে সই করিয়ে নিয়েছে, এর পরে আমরা আর কী করতে পারি!’
‘আমরা অসহায়। পড়ুয়াদের দু’পক্ষের চূড়ান্ত বিশৃঙ্খলা সামাল দিতে না পেরে আমরা পুলিশ-প্রশাসনকে বারে বারে চিঠি দিয়েছি। কিন্তু কোনও দিক থেকেই সাড়া মেলেনি। এই অবস্থায় হস্টেল ফাঁকা করার নির্দেশ দেওয়া ছাড়া উপায় ছিল না। প্রায় ৪০ ঘণ্টা ঘেরাও করে রেখে নিজেদের ইচ্ছেমতো দাবি আদায়ের কাগজে সই করিয়ে নিয়েছে, এর পরে আমরা আর কী করতে পারি!’— গৌতম সাহা। উপাচার্য