Cid Arrested,ন’কোটি মুক্তিপণ নিয়ে ধৃত তৃণমূল কাউন্সিলার – cid arrested barasat municipality trinamool councillor for kidnapping case


এই সময়, বারাসত: ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে বৃহস্পতিবার রাতে বারাসত পুরসভার তৃণমূলের এক কাউন্সিলারকে গ্রেপ্তার করল সিআইডি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কাউন্সিলারের নাম মিলন সর্দার। দলীয় কাউন্সিলার গ্রেপ্তারের পরেই তাঁকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল।এই প্রসঙ্গে বারাসত সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি তথা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘দলবিরোধী কাজের জন্য কাউন্সিলার মিলন সর্দারকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। দল এই ধরনের কাজ কোনও ভাবেই বরদাস্ত করে না।’ মিলন সর্দার বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে তৃণমূলের অন্দরের খবর।

ফলে চেয়ারম্যান ঘনিষ্ঠ কাউন্সিলার গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কার হতেই বিভিন্ন মহলে শোরগোল পড়ে গিয়েছে। বারাসত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিলন সর্দার। এলাকায় তাঁর যথেষ্টই দাপট বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের এই কাউন্সিলারের বিরুদ্ধে দলের অন্দরেও বিস্তর অভিযোগ ছিল বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরার এক ব্যবসায়ী অগস্টের ৩১ তারিখ খড়দহে তাঁর এক পরিচিতের বাড়িতে এসেছিলেন। ওই আত্মীয় খড়দহের এক বহুতল আবাসনে থাকেন। ১ সেপ্টেম্বর সেই আবাসনের পার্কিং জ়োনে দাঁড়িয়েছিলেন ত্রিপুরার ওই ব্যবসায়ী। তখন একটি দামি গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী আসে এবং ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়িতে করে তুলে নিয়ে চলে যায়।

জানা গিয়েছে, প্রথমে ব্যবসায়ীকে বারাসতের একটি বাগানবাড়িতে আটকে রাখা হয়। পরে নিয়ে যাওয়া হয় বারাসতের একটি আবাসনে। সেখানে আটকে রেখে প্রায় আড়াই কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। ব্যবসায়ীর পরিবারের সদস্যদের ফোন করে মুক্তিপণ চায় দুষ্কৃতীরা। ব্যবসায়ী আত্মীয় দেরি না করে খড়দহ থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন। ভিন রাজ্যের ব্যবসায়ী অপহরণের তদন্তভার যায় সিআইডির হাতে।

তরুণীকে গণধর্ষণে ধৃত ২ ফেসবুক ফ্রেন্ড

তদন্ত নেমে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে সিআইডি। সেই সঙ্গে অপহরণে জড়িত অভিযোগে সাত জনকে গ্রেপ্তার করে। ধৃতদের জেরা করে অপহরণের মাস্টারমাইন্ড হিসেবে বারাসত পুরসভার তৃণমূলের কাউন্সিলার মিলন সর্দারের নাম জানতে পারেন সিআইডি কর্তারা। মিলনও বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন। তাঁর হদিশ পেতে যথেষ্ট বেগ পেতে হয়েছে সিআইডিকে।

বৃহস্পতিবার রাতে মিলন সর্দার এলাকায় ফিরেছিলেন। সেই খবর চলে যায় সিআইডির কাছে। সেই মতো রাতেই অভিযান চালিয়ে ব্যবসায়ী অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগে তৃণমূলের এই কাউন্সিলারকে গ্রেপ্তার করে সিআইডি। শুক্রবার মিলন সর্দারকে আদালতে পেশ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *