ইঞ্জিনিয়ারদের একাংশের অভিযোগ, আরজি করের কায়দাতেই ‘সন্দীপ ঘোষ’-এর মতো কিছু প্রভাবশালী আধিকারিকের মদতে পুরসভার অন্দরেও সক্রিয় দুর্নীতি-চক্র। তাঁদের অভিযোগের তির মেয়র-ঘনিষ্ঠ এক আধিকারিক এবং এক বর্ষীয়ান কাউন্সিলারের ছেলের দিকেও। তাঁরা অভিযোগ তুলেছেন মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটির এক সদস্যের বিরুদ্ধেও।
তাঁদের অভিযোগ, বিল্ডিং প্ল্যান কার্যকরী করার ক্ষেত্রে এই চক্র সক্রিয়। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে পুরনো রুলস অ্যান্ড রেগুলেশন কার্যকরী করে পদোন্নতি ও অন্য পেশাগত সুবিধা নিশ্চিত করার দাবিও তুলেছেন তাঁরা। তাঁদের তরফে চিফ পার্সোনেল ম্যানেজারের পদত্যাগের দাবি করা হয়। আন্দলনকারীরা জানান, পুর-কর্তৃপক্ষ বিভিন্ন অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্তের ব্যবস্থা না করলে আগামী দিনে আরও জোরদার আন্দোলন হবে পুরভবনে।
অন্য দিকে, পুজোয় বোনাস এবং ভাতা-বৃদ্ধির দাবিতে পুরসভার মুখ্য স্বাস্থ্য-আধিকারিককে ঘণ্টা তিনেক ঘেরাও করে রাখেন এনইউএইচএম-এর কর্মীরা। পরে মুখ্য স্বাস্থ্য-আধিকারিক সুব্রত রায়চৌধুরী আন্দোলনকারীদের জানান, এনইউএইচএম-এর কর্মীদের বোনাস সংক্রান্ত ফাইল স্বাস্থ্যভবনে আগেই পাঠানো হয়েছিল। সেই ফাইল স্বাস্থ্যভবন থেকে ফেরত পাঠানো হয়েছে। ফের ফাইল পাঠানো হবে।
