Malda News,মহিলাকে রাস্তায় ফেলে লাঠিপেটা, গ্রেপ্তার চার – police arrested four accused of beating woman in malda


এই সময়, মালদা: মহিলাকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটানোর ঘটনায় অভিযুক্ত চার জনকেই গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হলো, মূল অভিযুক্ত তাজমুল শেখ এবং তাঁর তিন সহযোগী আব্দুল রাজ্জাক, আব্দুল আহাদ ও রাজ্জাক শেখ। গত মঙ্গলবার সকালে মালদার মোথাবাড়ি থানার চাঁদপুর গ্রামে নিজের বাড়ির সামনেই আক্রান্ত হন বাবুল শেখ, তাঁর স্ত্রী প্যারি বিবি ও তাঁদের এক মেয়ে।ভাইরাল হওয়া ভিডিয়োয় (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) দেখা যাচ্ছে, কয়েক জন লোক হাতে বাঁশ নিয়ে দৌড়ে গিয়ে বাবলুর উপর ঝাঁপিয়ে পড়ছে। স্বামীকে আড়াল করতে গেলে তাঁর স্ত্রীর উপরেও চড়াও হয় হামলাকারীরা। তাঁদের কিশোরী মেয়েও মা-বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়। পরে পরিবারটিও লাঠি নিয়ে পাল্টা প্রতিরোধের চেষ্টা করেন।

কিন্তু হামলাকারীরা সংখ্যায় বেশি থাকায় এঁটে উঠতে পারেননি। একসময়ে মহিলা রাস্তায় পড়ে যান। কিন্তু তাতেও রেহাই না দিয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থাতেই মহিলাকে বেধড়ক পেটানো হয়। সেই সময়ে রাস্তায় প্রচুর লোকজন থাকলেও কেউ প্রতিবাদ করেননি।

স্ত্রীকে নিজের মৃতদেহের ছবি পাঠিয়ে টাকা আদায়ের চেষ্টা, দিল্লি থেকে ধৃত ট্রাকচালক

আক্রান্ত মহিলাই পরে বলেন, ‘প্রতিবেশীদের দোষ নেই। তাজমুল ভয়ঙ্কর লোক, ওর বড় গ্যাং আছে। সেই ভয়েই কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।’ আক্রান্ত পরিবারটির বসতবাড়ি ও জমি দখল করার জন্য তাজমুল তার দলবল নিয়ে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ। যা নিয়ে আদালতে মামলা চলছে।

এর মধ্যে গত মঙ্গলবার বাবলুকে মেরে হাত ভেঙে দেয় তাজমুল। তা নিয়ে থানায় অভিযোগ দায়ের করলে গ্রামে পুলিশ যায়। সেই রাগেই তাজমুল ও তার বাহিনী মঙ্গলবার সকালে ফের হামলা করেছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *