বৃষ্টির সঙ্গে ডিভিসির ছাড়া জলে প্লাবিত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। বুধের পরে বৃহস্পতিতেও দুর্গত অঞ্চল পরিদর্শনে বের হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বানভাসি এলাকা পরিদর্শনে গিয়ে ফের কেন্দ্রের উপর ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতি চলতে থাকলে ডিভিসি-এর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথাও শোনা যায় তাঁর মুখে। অন্য রাজ্যের কারণে বন্যা পরিস্থিতি হয় পশ্চিমবঙ্গে বলে আফসোস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্থ শস্য ও বাড়ির জন্য ক্ষতিপূরণের ব্যবস্থার ঘোষণা করলেন এদিন তিনি। বিস্তারিত রইল এই ভিডিয়ো।